Iran President: গোপন ডেরা ফাঁস করেছে ঘরের কেউ, ইরানের প্রেসিডেন্টের উপর মিসাইল হামলা ইজরায়েলের! শেষ মুহূর্তে নাটকীয় মোড়
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Iran President: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ওই সময় বৈঠক করছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ, বিচার প্রধান মোহসেনি ইজিই এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
advertisement
advertisement
advertisement
advertisement
বার্তাসংস্থাটি আরও জানিয়েছে, ইরানি কর্মকর্তারা ভবনটির বেসমেন্টে বৈঠক করছিলেন। কিন্তু যেহেতু আগে থেকেই প্রস্তুতি নেওয়া ছিল, তাই তারা আরেকটি বহির্গমন পথ ব্যবহার করে সেখান থেকে বের হয়ে যেতে সমর্থ হন। এই হামলার সঙ্গে ইজরায়েলি গুপ্তচর জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। কারণ আক্রমণকারীরা খুব সূক্ষ্ম তথ্যের ভিত্তিতে হামলাটি চালিয়েছে।
advertisement