২৮ ফেব্রুয়ারি, ১৯০৯ সাল! সদ্য ভেঙে যাওয়া আমেরিকার সোশালিস্ট পার্টি প্রথম উদযাপন করে জাতীয় নারী দিবস। দিনটা ছিল ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার। আগামী বছর, ১৯১০ সালে জার্মানির 'সোশাল ডেমোক্র্যাটিক পার্টির 'ওমেনস অফিস'-এর নেত্রী ক্লরা জেটকিন প্রথম আন্তর্জাতিক ওমেনস ডে' পালনের প্রস্তাব পেশ করেন।
advertisement
2/5
ক্লরা জেটকিন আবেদন করেছিলেন, এমন একটা দিন নিশ্চিত করা হোক, যেদিন গোটা বিশ্ব জুড়ে নারী দিবস পালন করা হবে । এরপর, ১৯১১ সালের ১৯ মার্চ উদযাপিত হয় প্রথম আন্তর্জাতিক নারী দিবস । জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্কে প্রায় ১০ লক্ষরও বেশি মানুষ অংশগ্রহন করেন। Photo Source: Collected
advertisement
3/5
রাষ্ট্রসংঘ ১৯৭৫ সালের ৮ মার্চ প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করে। Photo Source: Collected
advertisement
4/5
আফগানিস্তান, কিউবা, ভিয়েতনাম, ইউগান্ডা, মঙ্গোলিয়া, জর্জিয়া, লাওস, কামবোডিয়া, আরমেনিয়া, রাশিয়া ও ইউক্রেন-এর মতো দেশে আন্তর্জাতিক নারী দিবস সরকারি ছুটির দিন। Photo Source: Collected
advertisement
5/5
১৯৯৬ সালে রাষ্ট্রসংঘ প্রথম আন্তর্জাতিক নারী দিবসের থিম বেছেছিল--' পুরনোর উদযাপন, ভবিষ্যতের পরিকল্পনা'! সেই থেকে প্রতি বছর নারী দিবসের একট নির্দিষ্ট থিম থাকে। এবছরের থিম... 'ভাল থাকার জন্য জীবনে সামঞ্জস্য বজায় রেখে চলা উচিৎ!' Photo Source: Collected