International Women's Day: জেনে নিন কিছু অজানা তথ্য...

Last Updated:
1/5
২৮ ফেব্রুয়ারি, ১৯০৯ সাল! সদ্য ভেঙে যাওয়া আমেরিকার সোশালিস্ট পার্টি প্রথম উদযাপন করে জাতীয় নারী দিবস। দিনটা ছিল ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার। আগামী বছর, ১৯১০ সালে জার্মানির 'সোশাল ডেমোক্র্যাটিক পার্টির 'ওমেনস অফিস'-এর নেত্রী ক্লরা জেটকিন প্রথম আন্তর্জাতিক ওমেনস ডে' পালনের প্রস্তাব পেশ করেন।
২৮ ফেব্রুয়ারি, ১৯০৯ সাল! সদ্য ভেঙে যাওয়া আমেরিকার সোশালিস্ট পার্টি প্রথম উদযাপন করে জাতীয় নারী দিবস। দিনটা ছিল ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার। আগামী বছর, ১৯১০ সালে জার্মানির 'সোশাল ডেমোক্র্যাটিক পার্টির 'ওমেনস অফিস'-এর নেত্রী ক্লরা জেটকিন প্রথম আন্তর্জাতিক ওমেনস ডে' পালনের প্রস্তাব পেশ করেন।
advertisement
2/5
ক্লরা জেটকিন আবেদন করেছিলেন, এমন একটা দিন নিশ্চিত করা হোক, যেদিন গোটা বিশ্ব জুড়ে নারী দিবস পালন করা হবে । এরপর, ১৯১১ সালের ১৯ মার্চ উদযাপিত হয় প্রথম আন্তর্জাতিক নারী দিবস । জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্কে প্রায় ১০ লক্ষরও বেশি মানুষ অংশগ্রহন করেন। Photo Source: Collected
ক্লরা জেটকিন আবেদন করেছিলেন, এমন একটা দিন নিশ্চিত করা হোক, যেদিন গোটা বিশ্ব জুড়ে নারী দিবস পালন করা হবে । এরপর, ১৯১১ সালের ১৯ মার্চ উদযাপিত হয় প্রথম আন্তর্জাতিক নারী দিবস । জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্কে প্রায় ১০ লক্ষরও বেশি মানুষ অংশগ্রহন করেন। Photo Source: Collected
advertisement
3/5
রাষ্ট্রসংঘ ১৯৭৫ সালের ৮ মার্চ প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করে।  Photo Source: Collected
রাষ্ট্রসংঘ ১৯৭৫ সালের ৮ মার্চ প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করে। Photo Source: Collected
advertisement
4/5
আফগানিস্তান, কিউবা, ভিয়েতনাম, ইউগান্ডা, মঙ্গোলিয়া, জর্জিয়া, লাওস, কামবোডিয়া, আরমেনিয়া, রাশিয়া ও ইউক্রেন-এর মতো দেশে আন্তর্জাতিক নারী দিবস সরকারি ছুটির দিন।  Photo Source: Collected
আফগানিস্তান, কিউবা, ভিয়েতনাম, ইউগান্ডা, মঙ্গোলিয়া, জর্জিয়া, লাওস, কামবোডিয়া, আরমেনিয়া, রাশিয়া ও ইউক্রেন-এর মতো দেশে আন্তর্জাতিক নারী দিবস সরকারি ছুটির দিন। Photo Source: Collected
advertisement
5/5
১৯৯৬ সালে রাষ্ট্রসংঘ প্রথম আন্তর্জাতিক নারী দিবসের থিম বেছেছিল--' পুরনোর উদযাপন, ভবিষ্যতের পরিকল্পনা'! সেই থেকে প্রতি বছর নারী দিবসের একট নির্দিষ্ট থিম থাকে। এবছরের থিম... 'ভাল থাকার জন্য জীবনে সামঞ্জস্য বজায় রেখে চলা উচিৎ!'  Photo Source: Collected
১৯৯৬ সালে রাষ্ট্রসংঘ প্রথম আন্তর্জাতিক নারী দিবসের থিম বেছেছিল--' পুরনোর উদযাপন, ভবিষ্যতের পরিকল্পনা'! সেই থেকে প্রতি বছর নারী দিবসের একট নির্দিষ্ট থিম থাকে। এবছরের থিম... 'ভাল থাকার জন্য জীবনে সামঞ্জস্য বজায় রেখে চলা উচিৎ!' Photo Source: Collected
advertisement
advertisement
advertisement