ভারতের ধাক্কায় এ কী হাল পাকিস্তানের? সর্ষের তেল ৫০০ টাকা! আটা ৫৬০ টাকা! না খেয়ে মানুষ...হাহাকার!
- Published by:Tias Banerjee
Last Updated:
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর করুণ অবস্থা পাকিস্তানের! ১০ মে’র পর থেকেই পাকিস্তানে হুহু করে দাম বেড়েছে প্রতিটি জিনিসের। জানেন কী অবস্থা এখন সেই দেশের?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভাল মানের চালের দাম প্রতি কেজি ২৭৫ টাকা, ছোলার ডালের কেজি ৩৮০ টাকা, ছোলা বেসনের কেজি ১৯৫ টাকা। শুধু আটার দাম নয়—ডাল, চিনি, ঘি-র পাশাপাশি আপেলের দামও এখন কেজি ৫০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। একটি ডিমের দাম ৩০ টাকা। এক প্যাকেট ৬টি ডিম কিনতে খরচ ১৪৫ টাকা। উপরন্তু, বিদ্যুৎ নেই, জলের হাহাকার। ফল-মূল, সবজির দামও আকাশছোঁয়া।
advertisement
এমন অবস্থা হয়েছে যে, পাকিস্তানে মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মানুষের কোমর ভেঙে গিয়েছে। মানুষ না খেতে পেয়ে মরছে পাকিস্তানে। নেই খাওয়ার আটাও, চায়ের জন্য চিনি পর্যন্ত নেই। আর সেই সময়ে আসিম মুনির ও শাহবাজ শরিফ ব্যস্ত ভারতীয় ‘অপারেশন সিঁদুর’-এ প্রাপ্ত অপমান লুকিয়ে মিথ্যে জয়গাথা প্রচারে। তাঁদের যেন কিছুই যায় আসে না, দেশের মানুষের দুর্দশায়।