Lunar| চাঁদে বসতি! কংক্রিট তৈরিতে মানুষের প্রস্রাবই মূল উপাদান: চাঞ্চল্যকর গবেষণা

Last Updated:
ইউরোপিয়ান স্পেস এজেন্সির গবেষকদের বক্তব্য, মানুষের প্রস্রাবে মূল অর্গ্যানিক কম্পাউন্ড হল ইউরিয়া৷ এই ইউরিয়া মিক্সচারই চাঁদের জমিতে কংক্রিট তৈরি করতে পারে৷
1/6
চাঁদের জমিতে থাকার বন্দোবস্ত অনেক ধরেই চালিয়ে যাচ্ছ মানুষ৷ এ নিয়ে গবেষণাও চলছে বিস্তর৷ আসলে পৃথিবীর বিকল্প বাসস্থানের খোঁজ আর কি! তা চাঁদে বসতি গড়তে গেলে তো নির্মাণ দরকার৷
চাঁদের জমিতে থাকার বন্দোবস্ত অনেক ধরেই চালিয়ে যাচ্ছ মানুষ৷ এ নিয়ে গবেষণাও চলছে বিস্তর৷ আসলে পৃথিবীর বিকল্প বাসস্থানের খোঁজ আর কি! তা চাঁদে বসতি গড়তে গেলে তো নির্মাণ দরকার৷
advertisement
2/6
এ হেন গবেষণা চালাতে গিয়েই চাঞ্চল্যকর তথ্য পেল ইউরোপিয়ান স্পেস এজেন্সি৷ তারা বলছে, মানুষের প্রস্রাব দিয়েই চাঁদে কংক্রিট বানানো যেতে পারে৷ যদি কোনও দিনও চাঁদের মাটিতে কংক্রিট নির্মাণ করতে হয়, তা হলে মানুষের প্রস্রাব কাজে লাগবে৷
এ হেন গবেষণা চালাতে গিয়েই চাঞ্চল্যকর তথ্য পেল ইউরোপিয়ান স্পেস এজেন্সি৷ তারা বলছে, মানুষের প্রস্রাব দিয়েই চাঁদে কংক্রিট বানানো যেতে পারে৷ যদি কোনও দিনও চাঁদের মাটিতে কংক্রিট নির্মাণ করতে হয়, তা হলে মানুষের প্রস্রাব কাজে লাগবে৷
advertisement
3/6
ইউরোপিয়ান স্পেস এজেন্সির গবেষকদের বক্তব্য, মানুষের প্রস্রাবে মূল অর্গ্যানিক কম্পাউন্ড হল ইউরিয়া৷ এই ইউরিয়া মিক্সচারই চাঁদের জমিতে কংক্রিট তৈরি করতে পারে৷
ইউরোপিয়ান স্পেস এজেন্সির গবেষকদের বক্তব্য, মানুষের প্রস্রাবে মূল অর্গ্যানিক কম্পাউন্ড হল ইউরিয়া৷ এই ইউরিয়া মিক্সচারই চাঁদের জমিতে কংক্রিট তৈরি করতে পারে৷
advertisement
4/6
তাই চাঁদে কংক্রিটেন কিছু নির্মাণ করতে গেলে পৃথিবী থেকে ইউরিয়া প্রচুর পরিমাণে প্রয়োজন৷ লুনার কংক্রিটের মূল উপাদানগুলির মধ্যে একটি হতে পারে, চাঁদে পাউডারের মতো মাটি, যাকে লুনার রেগোলিথ বলা হয়৷
তাই চাঁদে কংক্রিটেন কিছু নির্মাণ করতে গেলে পৃথিবী থেকে ইউরিয়া প্রচুর পরিমাণে প্রয়োজন৷ লুনার কংক্রিটের মূল উপাদানগুলির মধ্যে একটি হতে পারে, চাঁদে পাউডারের মতো মাটি, যাকে লুনার রেগোলিথ বলা হয়৷
advertisement
5/6
ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে, 'একজন পূর্ণ বয়সের মানুষ দিনে ১.৫ লিটার প্রস্রাব করে৷ এই মানব বর্জ্যই আগামীর মহাকাশ গবেষণায় একটি অন্যতম প্রধান উপাদান হতে চলেছে৷'
ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে, 'একজন পূর্ণ বয়সের মানুষ দিনে ১.৫ লিটার প্রস্রাব করে৷ এই মানব বর্জ্যই আগামীর মহাকাশ গবেষণায় একটি অন্যতম প্রধান উপাদান হতে চলেছে৷'
advertisement
6/6
পৃথিবীতে সার তৈরিতে ও রাসায়নিক ও মেডিক্যাল সংস্থার নানা কাঁচা মাল হিসেবে ইউরিয়া প্রয়োজন হয়৷ ইউরিপায়ন স্পেস এজেন্সি বলছে, মানুষে প্রস্রাব ভবিষ্যতে চাঁদের বসবাসের ব্যবস্থায় অন্যতম প্রধান প্রয়োজনীয় উপাদান হতে চলেছে৷
পৃথিবীতে সার তৈরিতে ও রাসায়নিক ও মেডিক্যাল সংস্থার নানা কাঁচা মাল হিসেবে ইউরিয়া প্রয়োজন হয়৷ ইউরিপায়ন স্পেস এজেন্সি বলছে, মানুষে প্রস্রাব ভবিষ্যতে চাঁদের বসবাসের ব্যবস্থায় অন্যতম প্রধান প্রয়োজনীয় উপাদান হতে চলেছে৷
advertisement
advertisement
advertisement