Hong Kong Fire Update: একের পর এক বহুতলে ভয়াবহ আগুন ! হংকং অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪, গ্রেফতার ৩, শতাধিক মানুষ এখনও নিখোঁজ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Hong Kong High-Rise Blaze Kills 44: হংকংয়ের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৪। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৪৫ জন। এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন এমনটাই জানা গিয়েছে।
হংকংয়ে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত অন্তত ৪৪। একের পর এক বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজের সংখ্যা অন্তত ২৭৯। সংবাদসংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। আবাসনগুলির ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন বলে দমকলের আশঙ্কা। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহজনক তিনজনকে গ্রেফতার করা হয়েছে। (Photo: AP)
advertisement
advertisement
বহু বছর এমন বিপর্যয়ের মুখে পড়েনি হংকং। বুধবার বিকেলে ওই বহুতল আবাসনে আগুন লাগে। বুধবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৩৬। বৃহস্পতিবার সকাল হতে হতে তা বেড়ে হয় ৪৪। তবে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে। কারণ প্রচুর সংখ্যায় মানুষের এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি বলে খবর। (Photo: AP)
advertisement
advertisement
বুধবার দুপুর নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আটকে থাকা মানুষদের দ্রুত হাসপাতালে পৌঁছতে ঘটনাস্থলে হাজির ছিল অন্তত ৫৭টি অ্যাম্বুল্যান্স। আগুন লেগেছিল তাই পো–তে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়াং ফুক কোর্ট থেকে আগুন ছড়িয়ে পড়েছিল। ৪৫ মিনিটের মধ্যেই একের পর এক বহুতলে আগুন ছড়িয়ে পড়ে। (Photo: AP)
