চাপে পড়ে হংকংয়ে প্রত্যর্পণ বিল প্রত্যাহার করল প্রশাসন, রক্তক্ষয়ী আন্দোলনের 'জয়'

Last Updated:
এপ্রিল মাসে হংকংয়ে প্রত্যর্পণ বিল আনে সরকার৷ ওই বিল অনুযায়ী, চিন চাইলে, হংকংয়ের কোনও বাসিন্দাকে নিজেদের ভূখণ্ডে নিয়ে গিয়ে বিচার করতে পারবে৷
1/5
কয়েক মাস টানা বিক্ষোভ ও হিংসাত্মক আন্দোলনের পর হংকং-এর বিতর্কিত প্রত্যর্পণ বিল প্রত্যাহারের কথা ঘোষণা করলেন হংকং-এর চিফ এগজিকিউটিভ ক্যারি ল্যাম৷ যার নির্যাস, আন্দোলনকারীদের চাপের মুখে নতিস্বীকার করতে হল সরকারকে৷
কয়েক মাস টানা বিক্ষোভ ও হিংসাত্মক আন্দোলনের পর হংকং-এর বিতর্কিত প্রত্যর্পণ বিল প্রত্যাহারের কথা ঘোষণা করলেন হংকং-এর চিফ এগজিকিউটিভ ক্যারি ল্যাম৷ যার নির্যাস, আন্দোলনকারীদের চাপের মুখে নতিস্বীকার করতে হল সরকারকে৷
advertisement
2/5
এপ্রিল মাসে হংকংয়ে প্রত্যর্পণ বিল আনে সরকার৷ ওই বিল অনুযায়ী, চিন চাইলে, হংকংয়ের কোনও বাসিন্দাকে নিজেদের ভূখণ্ডে নিয়ে গিয়ে বিচার করতে পারবে৷ অর্থাত্‍, হংকং-এর বাসিন্দাদের নিজের নিয়ন্ত্রণে আনার একটি আইনি পথ বের করার চেষ্টা করছিল চিন৷
এপ্রিল মাসে হংকংয়ে প্রত্যর্পণ বিল আনে সরকার৷ ওই বিল অনুযায়ী, চিন চাইলে, হংকংয়ের কোনও বাসিন্দাকে নিজেদের ভূখণ্ডে নিয়ে গিয়ে বিচার করতে পারবে৷ অর্থাত্‍, হংকং-এর বাসিন্দাদের নিজের নিয়ন্ত্রণে আনার একটি আইনি পথ বের করার চেষ্টা করছিল চিন৷
advertisement
3/5
বিলটি পাস হলে, আইনি সুযোগ নিয়ে হংকংয়ের গণতন্ত্রপন্থী রাজনৈতিক কর্মীদের চিন নিজেদের ভূখণ্ডে নিয়ে গিয়ে কমিউনিস্ট বিচারব্যবস্থার মাধ্যমে দীর্ঘমেয়াদে নির্যাতন ও হয়রানি করতে পারে৷ এই আশঙ্কায় বিল প্রত্যাহারের দাবিতে শুরু হয় আন্দোলন৷
বিলটি পাস হলে, আইনি সুযোগ নিয়ে হংকংয়ের গণতন্ত্রপন্থী রাজনৈতিক কর্মীদের চিন নিজেদের ভূখণ্ডে নিয়ে গিয়ে কমিউনিস্ট বিচারব্যবস্থার মাধ্যমে দীর্ঘমেয়াদে নির্যাতন ও হয়রানি করতে পারে৷ এই আশঙ্কায় বিল প্রত্যাহারের দাবিতে শুরু হয় আন্দোলন৷
advertisement
4/5
ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে হংকং৷ টানা ৫ মাস কার্যত হংকং কার্যত অচল করে দেন সেখানকার বাসিন্দারা৷ আন্দোলনকারীদের দাবি ছিল, প্রত্যর্পণ বিল প্রত্যাহার করতে হবে এবং বিক্ষোভে পুলিশের নৃশংসতার অভিযোগের চাই৷ প্রবল আন্দোলনে চাপের মুখে জুন মাসে বিলটি স্থগিত রাখে সরকার৷
ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে হংকং৷ টানা ৫ মাস কার্যত হংকং কার্যত অচল করে দেন সেখানকার বাসিন্দারা৷ আন্দোলনকারীদের দাবি ছিল, প্রত্যর্পণ বিল প্রত্যাহার করতে হবে এবং বিক্ষোভে পুলিশের নৃশংসতার অভিযোগের চাই৷ প্রবল আন্দোলনে চাপের মুখে জুন মাসে বিলটি স্থগিত রাখে সরকার৷
advertisement
5/5
কিন্তু আন্দোলনকারীরা তাতেও দমেনি৷ আন্দোলনের মাত্রা বরং তীব্র করে দেয়৷ অবশেষে চাপের মুখে বিলটি প্রত্যাহার করল সরকার৷
কিন্তু আন্দোলনকারীরা তাতেও দমেনি৷ আন্দোলনের মাত্রা বরং তীব্র করে দেয়৷ অবশেষে চাপের মুখে বিলটি প্রত্যাহার করল সরকার৷
advertisement
advertisement
advertisement