Hiroshima Day: পরমাণু বোমা বিস্ফোরণ হলে কী হয়! প্রমাণ করছে এই ছায়াটি! এমন এক ছায়া, ঘটনা শুনে চমকে উঠবেন সকলে

Last Updated:
Hiroshima Day: ছায়াটি দেখছেন? কার বলুন তো? গত ৭৭ বছর ধরে কেউ জানে না! কিন্তু যা ঘটেছিল, তা অবিশ্বাস্য।
1/5
পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে, যার কোনও সমাধান আজ পর্যন্ত হয়নি। এবং সেই রহস্যগুলির বিষয়ে জানলে আপনিও অবাক হয়ে যাবেন। আজ পৃথিবীর রহস্যময় এমন একটি ছায়ার কথা জানুন, তা যে কার, সেই রহস্য গত ৭৭ বছরেরও বেশি সময় ধরে কারও জানা নেই।
পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে, যার কোনও সমাধান আজ পর্যন্ত হয়নি। এবং সেই রহস্যগুলির বিষয়ে জানলে আপনিও অবাক হয়ে যাবেন। আজ পৃথিবীর রহস্যময় এমন একটি ছায়ার কথা জানুন, তা যে কার, সেই রহস্য গত ৭৭ বছরেরও বেশি সময় ধরে কারও জানা নেই।
advertisement
2/5
জাপানের হিরোশিমা শহরের কথা কে না জানে। বিশ্বের প্রথম এই শহরেই পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। ১৯৪৫ সালের ৬ই অগাস্ট ঘটেছিল সেই ঘটনা। হিরোশিমার উপর বোমা ফেলেছিল আমেরিকা। এই শহরের এক জায়গায় মানুষের মত রহস্যময় ছায়া পড়ে। ৭৭ বছর পরেও যে রহস্যের কোনও কিনাড়া করা সম্ভব হয়নি।
জাপানের হিরোশিমা শহরের কথা কে না জানে। বিশ্বের প্রথম এই শহরেই পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। ১৯৪৫ সালের ৬ই অগাস্ট ঘটেছিল সেই ঘটনা। হিরোশিমার উপর বোমা ফেলেছিল আমেরিকা। এই শহরের এক জায়গায় মানুষের মত রহস্যময় ছায়া পড়ে। ৭৭ বছর পরেও যে রহস্যের কোনও কিনাড়া করা সম্ভব হয়নি।
advertisement
3/5
গোটা বিশ্বে এই ছায়াটি হিরোশিমা স্টেপস শ্যাডো বা হিরোশিমার ছায়া নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় যে পারমাণবিক হামলা হয়েছিল, তাতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটেছিল। সেই সময় ছায়ার এই ছবিটি বিস্ফোরণস্থল থেকে ৮৫০ ফুট দূরত্বে তোলা হয়েছিল, যেখানে একজন ব্যক্তি বসেছিলেন।
গোটা বিশ্বে এই ছায়াটি হিরোশিমা স্টেপস শ্যাডো বা হিরোশিমার ছায়া নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় যে পারমাণবিক হামলা হয়েছিল, তাতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটেছিল। সেই সময় ছায়ার এই ছবিটি বিস্ফোরণস্থল থেকে ৮৫০ ফুট দূরত্বে তোলা হয়েছিল, যেখানে একজন ব্যক্তি বসেছিলেন।
advertisement
4/5
এরপর জানা যায়, পারমাণবিক বোমায় ওইখানে বসে থাকা ব্যক্তির মৃত্যু ঘটলেও, তার ছায়া মুছে ফেলা যায়নি। আজ পর্যন্ত এই ছায়ার বাস্তবতা শনাক্ত করার যায়নি যে, সেই ব্যক্তি কে বা সেখানে কে বসেছিল। এটি এখনও পর্যন্ত একটি রহস্য হয়েই থেকে গিয়েছে।
এরপর জানা যায়, পারমাণবিক বোমায় ওইখানে বসে থাকা ব্যক্তির মৃত্যু ঘটলেও, তার ছায়া মুছে ফেলা যায়নি। আজ পর্যন্ত এই ছায়ার বাস্তবতা শনাক্ত করার যায়নি যে, সেই ব্যক্তি কে বা সেখানে কে বসেছিল। এটি এখনও পর্যন্ত একটি রহস্য হয়েই থেকে গিয়েছে।
advertisement
5/5
জাপানের হিরোশিমায় যে পারমাণবিক বোমাটি ফেলা হয়েছিল তার নাম ছিল লিটল বয়। ওজন ছিল প্রায় ৪৪০০ কেজি। বলা হয়, এর অগ্নুৎপাতের কারণে ভূগর্ভে ৪,০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপন্ন হয়েছিল।
জাপানের হিরোশিমায় যে পারমাণবিক বোমাটি ফেলা হয়েছিল তার নাম ছিল লিটল বয়। ওজন ছিল প্রায় ৪৪০০ কেজি। বলা হয়, এর অগ্নুৎপাতের কারণে ভূগর্ভে ৪,০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপন্ন হয়েছিল।
advertisement
advertisement
advertisement