অভিনব ডুডলে আন্তর্জাতিক নারী দিবসকে কুর্নিশ গুগল ইন্ডিয়ার

Last Updated:
1/14
আজ আন্তর্জাতিক নারী দিবস৷ সারা বিশ্বে পালিত হচ্ছে নারী দিবস৷ এই দিন বিশেষ ডুডলে শ্রদ্ধা জানাল গুগল ইন্ডিয়ার৷
আজ আন্তর্জাতিক নারী দিবস৷ সারা বিশ্বে পালিত হচ্ছে নারী দিবস৷ এই দিন বিশেষ ডুডলে শ্রদ্ধা জানাল গুগল ইন্ডিয়ার৷
advertisement
2/14
ডুডলে্র প্রথম পেজে ১১টি ভাষায় লেখা রয়েছে নারী৷ বাংলা, হিন্দি, আরবি, ফরাসি, রুশ, জাপানিজ, জার্মান, ইতালিয়ান, ইংরেজি, স্পেনীয় ও পর্তুগিজ ভাষায় লেখা রয়েছে নারী৷
ডুডলে্র প্রথম পেজে ১১টি ভাষায় লেখা রয়েছে নারী৷ বাংলা, হিন্দি, আরবি, ফরাসি, রুশ, জাপানিজ, জার্মান, ইতালিয়ান, ইংরেজি, স্পেনীয় ও পর্তুগিজ ভাষায় লেখা রয়েছে নারী৷
advertisement
3/14
ডুডলে ক্লিক করলেই খুলছে বিভিন্ন স্লাইড৷ প্রতিটি স্লাই়ডে রয়েছে বিশ্বের কোনও না কোনও মহীয়সী নারীর উক্তি৷ উক্তিগুলি লেখা হয়েছে বিশ্বের বিভিন্ন ভাষায়৷
ডুডলে ক্লিক করলেই খুলছে বিভিন্ন স্লাইড৷ প্রতিটি স্লাই়ডে রয়েছে বিশ্বের কোনও না কোনও মহীয়সী নারীর উক্তি৷ উক্তিগুলি লেখা হয়েছে বিশ্বের বিভিন্ন ভাষায়৷
advertisement
4/14
মার্কিন মহাকাশচারী ও গবেষক ড. মে জেমিসন, মেক্সিকান শিল্পী ফ্রিদা কাহলোর পাশাপাশি রয়েছে ভারতীয় বক্সার মেরি কম, ব্রিটিশ-ইরাকি আর্কিটেক্স জাহা হাদিদের উক্তি৷
মার্কিন মহাকাশচারী ও গবেষক ড. মে জেমিসন, মেক্সিকান শিল্পী ফ্রিদা কাহলোর পাশাপাশি রয়েছে ভারতীয় বক্সার মেরি কম, ব্রিটিশ-ইরাকি আর্কিটেক্স জাহা হাদিদের উক্তি৷
advertisement
5/14
১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে প্রথম নারী দিবস উদযাপন করেছিল আমেরিকান সোশ্যালিস্ট পার্টি৷
১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে প্রথম নারী দিবস উদযাপন করেছিল আমেরিকান সোশ্যালিস্ট পার্টি৷
advertisement
6/14
এর এক বছর পর নারী দিবসকে বার্ষিক ভাবে পালন করার প্রস্তাব দেয় ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট ওম্যান'স কনফারেন্স৷
এর এক বছর পর নারী দিবসকে বার্ষিক ভাবে পালন করার প্রস্তাব দেয় ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট ওম্যান'স কনফারেন্স৷
advertisement
7/14
১৯১৭ সালে রুশ প্রদে্শ সরকার ৮ মার্চ জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করে৷
১৯১৭ সালে রুশ প্রদে্শ সরকার ৮ মার্চ জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করে৷
advertisement
8/14
এরপর আগামী ৬ দশকে বিশ্বের বহু সোশ্যালিস্ট ও কমিউনিস্ট দেশ ৮ মার্চ দিনটিকে নারী দিবস হিসেবে পালন করতে শুরু করেছে৷
এরপর আগামী ৬ দশকে বিশ্বের বহু সোশ্যালিস্ট ও কমিউনিস্ট দেশ ৮ মার্চ দিনটিকে নারী দিবস হিসেবে পালন করতে শুরু করেছে৷
advertisement
9/14
১৯৭৫ সালে রাষ্ট্রপুঞ্জ এই ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করতে শুরু করে৷
১৯৭৫ সালে রাষ্ট্রপুঞ্জ এই ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করতে শুরু করে৷
advertisement
10/14
১৯৭৭ সালে রাষ্ট্রপুঞ্জের দেশগুলিতে ৮ মার্চ মহিলাদের অধিকার ও বিশ্ব শান্তির দিন ঘোষণা করার প্রস্তাব দেয় ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি৷
১৯৭৭ সালে রাষ্ট্রপুঞ্জের দেশগুলিতে ৮ মার্চ মহিলাদের অধিকার ও বিশ্ব শান্তির দিন ঘোষণা করার প্রস্তাব দেয় ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি৷
advertisement
11/14
মহিলাদের সম কাজে সম পরিশ্রামিক, মহিলাদের ভোটাঘধিকারের দাবি নিয়েই আজও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস৷
মহিলাদের সম কাজে সম পরিশ্রামিক, মহিলাদের ভোটাঘধিকারের দাবি নিয়েই আজও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস৷
advertisement
12/14
এই বছর ইন্টারন্যাশনাল উইমেন্স ডে-র থিম থিঙ্ক ইক্যুয়াল, বিল্ড স্মার্ট, ইনোভেট ফর চেঞ্জ৷
এই বছর ইন্টারন্যাশনাল উইমেন্স ডে-র থিম থিঙ্ক ইক্যুয়াল, বিল্ড স্মার্ট, ইনোভেট ফর চেঞ্জ৷
advertisement
13/14
এই থিমের মূল উদ্দেশ্য লিঙ্গ সাম্য ও মহিলাদের শক্তি বাড়ানোর নতুন উপায় বের করা৷
এই থিমের মূল উদ্দেশ্য লিঙ্গ সাম্য ও মহিলাদের শক্তি বাড়ানোর নতুন উপায় বের করা৷
advertisement
14/14
মহিলাদের সম অধিকার, সম পারিশ্রমিকের দাবিতে সেই লড়াই আজও চলছে৷ এখনও তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার৷
মহিলাদের সম অধিকার, সম পারিশ্রমিকের দাবিতে সেই লড়াই আজও চলছে৷ এখনও তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার৷
advertisement
advertisement
advertisement