দুই দেশের রাষ্ট্রপ্রধান না নেতাদের সাক্ষাৎকারে বিশেষ উপহার দেওয়ার চল রয়েছে৷ উপহার দেওয়া-নেওয়াকে সৌজন্যমূলক ব্যবহার হিসেবে ধরা হয়৷ কখনও সেই উপহার নিতে সক্ষম হন নেতারা, কখনও আবার প্রটোকল অনুযায়ী তা নেওয়া সম্ভব হয় না৷ তখন সেটি মিউজিয়াম বা অন্যত্র রেখে দেওয়া হয়৷ তবে কখনও সেই সব উপহার এমন অভিনব হয় যা আলোচনার কেন্দ্রে উঠে আসে৷ (Representative Image: Wikimedia Commons)
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঝুলিতে রয়েছে বহু অদ্ভুত উপহার৷ তাতে যেমন রয়েছে চিনা রাষ্ট্রপতি শি জিনপিনের স্বাক্ষরিত লাল-সাদা-নীল রঙের বাস্কেটবল৷ রয়েছে মেক্সিকান রাষ্ট্রপতি ফিলিপি ক্যালডেরন দানদারের দেওয়া কোকো কোলার বোতল এবং কলম্বিয়ার রাষ্ট্রপতি জুয়ান ম্যানুয়েল সান্তোসের উপহার দেওয়া একটি বড় রুপলি কফি বিন।(Representative Image: Wikimedia Commons)
২০১৪ সালে, মার্কিন সেক্রেটারি অব স্টেট জন ক্যারির সঙ্গে সাক্ষাৎ হয় রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের৷ সেখানে রাশিয়ার বিদেশমন্ত্রীর হাতে দুটি আইডাহো আলু (বিশেষ প্রকারের আলু) উপহার হিসেবে দেন জন ক্যারি। সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধের প্রচেষ্টা ছিল এই সাক্ষাতের আলোচ্য বিষয়৷ সেখানেই এই অভিনব উপহার দেখা যায়৷ পরের বছর, এই দুই রাজনৈতিক নেতার দেখা হয়, তখন ল্যাভরভ ক্যারিকে টমেটো এবং আলুর একটি ঝুড়ি উপহার দেন। (Representative Image: Wikimedia Commons)
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পশুপ্রেমের কথা সকলের জানা৷ সেই কারণে বিভিন্ন বিদেশ যাত্রায় তাঁর হাতে তুলে দেওয়া হয় পশু, উপহার হিসেবে৷ ২০১০-এ বুলগেরিয়ার তৎকালীন রাষ্ট্রপতি, বয়কো বোরিসভ, পুতিনের হাতে তুলে দেন ১০ সপ্তাহের একটি কুকুরছানা৷ এই উপহার নিয়ে বিশ্বব্যাপী অনেক চর্চা হয়৷ এছাড়াও, একটি ল্যাবরাডর কুকুর একবার উপহার পান পুতিন৷ এমনকি একটি সিংহ শাবকও তুলে দেওয়া হয় তাঁর হাতে৷ যী পরবর্তীতে বন দফতরের কাছে হস্তান্তর করা হয়। (Representative Image: Wikimedia Commons)
মালিতে জঙ্গিদের ছত্রভঙ্গ করতে সাহায্য করেন ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলান্দে৷ ওলান্দেকে ধন্যবাদ স্বরূপ একটি একটি উট উপহার দিয়েছিল দক্ষিণ আফ্রিকায় অবস্থিত দেশ মালি। উটটি নিজের কাছে রাখতে অপারগ তিনি, জানিয়ে দেন প্রাক্তন ফ্রান্সের রাষ্ট্রপতি৷ স্থানীয় এক পরিবারের কাছে উপহার পাওয়া উট দেখভালের জন্য রেখে দেন ওলান্দে৷ তবে পরে জানা যায় যে উটটি কেটে খেয়ে ফেলেছে সেই পরিবার৷ লজ্জায় মাথা কাটা যায় মালি সরকারের৷ ফের ওলান্দকে আরও বড় একটি উট উপহার দেওয়া হয়। (Representative Image: Wikimedia Commons)
এই উপহারটি বারবার তুলে দেওয়া হয়েছে রানি এলিজাবেথ (দ্বিতীয়)-কে৷ শুনলে অবাক লাগবে, তবে এটাই তাঁদের তরফ থেকে সেরা উপহার হিসেবে বিবেচিত হয় ফিজি-তে৷ এটি হল তিমি বা হোয়েলের দাঁত৷ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলিতে তিমির দাঁত-কে মার্যাদাপূর্ণ উপহার বলে মনে করা হয়৷ তাই ইংল্যান্ডের রানি সেখানে উপস্থিত হলেই তাঁকে তিমির দাঁত দিয়ে সংবর্ধনা দেওয়া হয়৷ রানির কাছে মোট ৩টি তিমির দাঁত রয়েছে৷ (Representative Image: Wikimedia Commons)