৫০০ মশা মারতে পারলেই নগদ পুরস্কার, ডেঙ্গু মোকাবিলায় নয়া পন্থা !
Last Updated:
এই প্রথম নয় এমন ঘোষণা আগেও হয়েছিল ৷ তবে সেবার প্রশাসনের তরফে রংপুরের মেয়রই করেছিলেন এই অদ্ভুত প্রতিযোগিতার ঘোষণা
advertisement
advertisement
advertisement
এমতাবস্থায় মশা মেরে নগদ পুরস্কারের ঘোষণা করলেন বাংলাদেশের রংপুরের প্রাক্তন পৌর মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর ছেলে রিয়াজ হিমন ৷ মজা করেই তিনি ফেসবুকে লেখেন, ৫০০ মশা মারুন ও নগদ ১০০ টাকা পুরস্কার জিতুন ৷ এই প্রথম নয় এমন ঘোষণা আগেও হয়েছিল ৷ তবে সেবার প্রশাসনের তরফে রংপুরের মেয়রই করেছিলেন এই অদ্ভুত প্রতিযোগিতার ঘোষণা ৷Representative Image
advertisement
১৯৯৩ সালেও ডেঙ্গুর প্রকোপ নিয়ে এমনই কঠিন পরিস্থিতির মুখে পড়েছিল বাংলাদেশ ৷ সেবারও মশা নির্মূলের সমস্ত প্রচেষ্টা বিফলে যেতে আর উপায় না দেখে রংপুরের তখনকার পৌর মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু ঘোষণা করেছিলেন, আপনারা ৫০০ মশা মেরে নিয়ে আসতে পারলে ১০০ টাকা করে পুরস্কার পাবেন ৷ রিয়াজ হিমনের দাবি, সেবার এমন প্রচেষ্টা কাজে এসেছিল ৷ মশা মেরে জমা দিয়ে পাড়ার ছেলেরা ব্যাট-বলের মতো জিনিসও পুরস্কার পেয়েছেন ৷ তাই এবারের পরিস্থিতির মোকাবিলাতেও রিয়াজের টোটকা সেই মশা মারার নগদ পুরস্কার ৷Photo Source: Collected