চুনি-নীলা রত্নে ঠাসা! পৃথিবীর মতো ওই 'বিস্ময়' গ্রহটি ভাবাচ্ছে বিজ্ঞানীদের
Last Updated:
ইউনিভার্সিটি অফ জুরিখের অ্যাস্ট্রোফিজিস্ট ক্যারোলিন ডোর্নের কথায়, 'লাল, নীল রঙের মিশেলে তৈরি এই গ্রহ৷ যে হেতু চুনি ও নীলা দিয়ে তৈরি এই গ্রহ, তাই সদা উজ্জ্বল৷' পৃথিবীর চেয়ে সম্ভবত ৫ গুণ বড়৷ গ্রহটি তার সূর্যকে প্রদক্ষিণ করে মাত্র ৩ দিনে৷ অর্থাত্ সে গ্রহে ৩ দিনে একবছর৷
মহাকাশে কতই না রহস্য! মানুষের নিরলস গবেষণায় মাঝে মধ্যে সেই রহস্যগুলি ক্কচিত্ কদাচিত ভেদ হয় কোটি কোটি বছরের রহস্য৷ ব্রহ্মাণ্ড যে এক বিশাল বিপুল বিস্ময়৷ তাও মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রহ্মাণ্ডকে জানতে ও চিনতে৷ আদি, অনন্তকাল ধরে৷ এরকমই আরেক রহস্য-গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা৷ একটি রঙিন উজ্জ্বল গ্রহ৷ বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন জেমস্টোন প্ল্যানেট বা রত্ন গ্রহ৷ ছবি সৌজন্য: ইউনিভার্সিটি অফ জ্যুরিখ
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement