জনতা উপড়ে ফেলেছে শাসকের কুরশি.. প্রথম নয় নেপাল, আগুন জ্বলেছে ভারতের আরও তিন পড়শি দেশে
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বাংলাদেশ হোক বা শ্রীলঙ্কা গণবিক্ষোভে টালমাটাল হয়েছে একাধিক দেশ। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন দেশে গণঅভ্যুত্থানে বদলে গিয়েছে রাজনৈতিক পালাবদল।
advertisement
সোশ্যাল মিডিয়া ব্যান ঘিরে ১৯ জনের মৃত্যু পর কিছুটা হলেও শান্ত হয়েছে। কিন্তু, শুধু নেপাল নয় ভারতের একাধিক পড়শি দেশেই দেখা গিয়েছে গণ অভ্যুত্থান। বাংলাদেশ হোক বা পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা গণবিক্ষোভে টালমাটাল হয়েছে একাধিক দেশ। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন দেশে গণঅভ্যুত্থানে বদলে গিয়েছে রাজনৈতিক পালাবদল। Photo AP
advertisement
advertisement
advertisement
শ্রীলঙ্কা
শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের শুরুটা হয়েছিল ২০২২ সালে। তেল, খাবার, ওষুধ এবং অত্যধিক মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছিল সাধারণ মানুষের। এই গণবিক্ষোভের নাম হয় আরগালায়া। আর এই বিক্ষোভের সামনেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করতে বাধ্য হন। রনিল রিক্রেমসিংহে প্রেসিডেন্ট হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ২০২৪ সালের অনুরা কুমার দিশানায়াকের ন্যাশনাল পিপলস পাওয়ারের যুগ্ম সরকার ক্ষমতায় আসে। Photo AFP
শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের শুরুটা হয়েছিল ২০২২ সালে। তেল, খাবার, ওষুধ এবং অত্যধিক মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছিল সাধারণ মানুষের। এই গণবিক্ষোভের নাম হয় আরগালায়া। আর এই বিক্ষোভের সামনেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করতে বাধ্য হন। রনিল রিক্রেমসিংহে প্রেসিডেন্ট হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ২০২৪ সালের অনুরা কুমার দিশানায়াকের ন্যাশনাল পিপলস পাওয়ারের যুগ্ম সরকার ক্ষমতায় আসে। Photo AFP