৩০ জুন ইউক্রেনের খারকিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ওই হামলায় ৩৯ বছর বয়সী থালিটা ডো ভ্যালে নিহত হয়েছেন। তিনি মডেলিং ছেড়ে বন্দুক হাতে তুলে নিয়েছিলেন।
2/ 6
এই হামলায় 40 বছর বয়সী ডগলাস বুরিগোও নিহত হন। তিনি ব্রাজিলিয়ান সৈনিক ছিলেন। তিনি থালিতাকে খুঁজতে বাঙ্কারে ফিরে গিয়েছিলেন। অন্যান্য ইউক্রেনীয় যোদ্ধাদের মতে, প্রথম ক্ষেপণাস্ত্র হামলার পর থালিতাই ছিলেন দলের একমাত্র জীবিত মহিলা সদস্য।
3/ 6
স্নাইপার ট্রেনিং ছিল তাঁর। একটা সময় ইরাকে ইসলামিক স্টেটস-এর বিরুদ্ধেও লড়াই করেছিলেন। কুর্দিস্তানে দীর্ঘদিন জঙ্গিদের বিরুদ্ধে লড়েছিলেন তিনি।
4/ 6
একটা সময় মডেলিং করেছেন। আইনের ছাত্রী ছিলেন তিনি। নিজের অভিজ্ঞতাকে বই হিসেবে তুলে ধরতে ব্রাজিলের সেনার সঙ্গে কাজ করছিলেন।
5/ 6
তিন সপ্তাহ আগে ইউক্রেনে গিয়েছিলেন তিনি। শার্প শুটার হিসেব কাজ করছিলেন। এছাড়া একটি রেসকিউ টিমের সঙ্গেও ছিলেন তিনি।
6/ 6
গত সোমবার খারকিভে যান থারিতা। তার আগে পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন।