হোম » ছবি » বিদেশ » নতুন ভাইরাস সংক্রমণ! করোনার মধ্যেই মৃত্যুভয় নিয়ে হাজির ইবোলা, জানাল WHO
নতুন ভাইরাস সংক্রমণ! করোনার মধ্যেই মৃত্যুভয় নিয়ে হাজির ইবোলা, জানাল WHO
Bangla Editor
1/ 5
• কঙ্গো সরকার জানিয়েছে, দু’বছরের মাথায় ফিরে এসেছে মারণ ভাইরাস ইবোলা। কঙ্গোর উত্তর পূর্ব দিকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে খবর। (File: Image)
2/ 5
• করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। মনে করা হচ্ছে, করোনার বিরুদ্ধে লড়াই এর ফলে আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। (File: Image)
3/ 5
• ২০১৮ সালে ইবোলার সংক্রমণে ২২৮০ জনের মৃত্যু হয়েছিল সেই দেশে। মনে করা হচ্ছে, এতদিন ধরে লড়াই করার অভিজ্ঞতার কারণে কঙ্গো এবারেও ইবোলার বিরুদ্ধে লড়াই করতে পারবে। (File: Image)
4/ 5
• WHO–এর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৬ জন ইবোলা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে চারজনের মৃত্যুর খবর এসেছে। কঙ্গো ইবোলার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। (File: Image)
5/ 5
• কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী এতেনি লংগনডো জানিয়েছেন, এখনও পর্যন্ত ইবোলার সংক্রমণে চারজনের মৃত্যুর খবর এসেছে। একটি শহরেই চারজনের মৃত্যু হয়েছে। (File: Image)