২০৪৬ সালের ভ্যালেন্টাইস ডে-তে পৃথিবী ধ্বংস হবে? নতুন বিপদের গন্ধ পেল নাসা

Last Updated:
Asteroid: ২০৪৬ সালের ভ্যালেন্টাইন্স ডে-তে পৃথিবীর মহাবিপদ!
1/5
২০৪৬ সালের ভ্যালেন্টাইন্স ডে-তেই কি ধ্বংস হয়ে যাবে পৃথিবী? পৃথিবীর দিকে এগিয়ে আসতে পারে এক মহাবিপদ। এমনই ইঙ্গিত দিয়েছে নাসা।
২০৪৬ সালের ভ্যালেন্টাইন্স ডে-তেই কি ধ্বংস হয়ে যাবে পৃথিবী? পৃথিবীর দিকে এগিয়ে আসতে পারে এক মহাবিপদ। এমনই ইঙ্গিত দিয়েছে নাসা।
advertisement
2/5
NASA-র  প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিসের এক রিপোর্টে বলা হয়েছে, DW নামের এক নতুন গ্রহাণু ২০৪৬ সাল নাগাদ পৃথিবীর প্রায় ১১ লক্ষ মাইল দূর দিয়ে যাবে।
NASA-র প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিসের এক রিপোর্টে বলা হয়েছে, DW নামের এক নতুন গ্রহাণু ২০৪৬ সাল নাগাদ পৃথিবীর প্রায় ১১ লক্ষ মাইল দূর দিয়ে যাবে।
advertisement
3/5
শুনতে ১১ লক্ষ মাইল। মহাজাগতিক হিসাবে এই দূরত্ব কিন্তু বেশ কম। ফলে চিন্তার কারণ থাকছে। ১৬২ ফুট চওড়া এই গ্রহাণুর জেরে পৃথিবীতে প্রভাব পড়তে পারে।
শুনতে ১১ লক্ষ মাইল। মহাজাগতিক হিসাবে এই দূরত্ব কিন্তু বেশ কম। ফলে চিন্তার কারণ থাকছে। ১৬২ ফুট চওড়া এই গ্রহাণুর জেরে পৃথিবীতে প্রভাব পড়তে পারে।
advertisement
4/5
নাসা ইতিমধ্যে এই গ্রহাণু ট্র্যাক করা শুরু করেছে। তবে নতুন মহাজাগতিক বস্তু আবিষ্কার হওয়ার পর যাবতীয় তথ্য পেতে কিছুটা সময় লাগে। ফলে এই গ্রহাণুর গতিপথ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে বলতে পারছে না নাসা।
নাসা ইতিমধ্যে এই গ্রহাণু ট্র্যাক করা শুরু করেছে। তবে নতুন মহাজাগতিক বস্তু আবিষ্কার হওয়ার পর যাবতীয় তথ্য পেতে কিছুটা সময় লাগে। ফলে এই গ্রহাণুর গতিপথ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে বলতে পারছে না নাসা।
advertisement
5/5
কোনও গ্রহাণু পৃথিবীর সঙ্গে ধাক্কা খেতে পারে কি না তা মাপা যায় Torino  স্কেলের মাধ্যমে। এই টরিনো স্কেলে আপাতত ডিডব্লিউ গ্রহাণু দশে এক নম্বর পেয়েছে। অর্থাৎ সংঘর্ষের সম্ভাবনা খুবই কম বলে আপাতত মনে করছেন নাসার বিজ্ঞানীরা।
কোনও গ্রহাণু পৃথিবীর সঙ্গে ধাক্কা খেতে পারে কি না তা মাপা যায় Torino স্কেলের মাধ্যমে। এই টরিনো স্কেলে আপাতত ডিডব্লিউ গ্রহাণু দশে এক নম্বর পেয়েছে। অর্থাৎ সংঘর্ষের সম্ভাবনা খুবই কম বলে আপাতত মনে করছেন নাসার বিজ্ঞানীরা।
advertisement
advertisement
advertisement