কথায় বলে বাঙালি যেখানে যায় সেখানেই নিজের সংস্কৃতি ছড়িয়ে দেয় ৷ বিদেশ-বিভুঁই হোক বা ভিন রাজ্য সেখানেও জমিয়ে নিজের সংস্কৃতি, নিজের উৎসব উদযাপন করে ৷ তাই প্রবাসেও শারদ আনন্দের পরশ ৷ অষ্টমীতে কলকাতায় যখন মা দুর্গার উদ্দেশ্যে সোচ্চারে উচ্চারিত হচ্ছে ‘রূপং দেহি, জয়ং দেহি...’ ৷ তখন সুদূর লন্ডনও মেতে উঠেছে মাতৃবন্দনায় ৷