Bangladesh Durga Puja 2022|| ঐতিহ্য-আধুনিকতার মেলবন্ধন, দুর্গাপুজোয় মাততে প্রস্তুত বাংলাদেশ, সেরা ৪ পুজো একনজরে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Bangladesh is gearing up for Durga Puja 2022: বাংলাদেশে মোট ৪৭ হাজার ৪৪৬টি পুজো হচ্ছে৷ প্রতি বছর বাংলাদেশে সবথেকে বেশি পুজো হয় চট্টোগ্রামে৷
*দুর্গাপুজো এ বারে বিশ্বজনীন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এ কথা মোটেই প্রযোজ্য নয়। কারণ বাংলাদেশে প্রতিবছরই হাজার হাজার দুর্গাপুজো হয়, আর তাতে অংশ নেন দেশের মানুষ। এ বারে অবশ্য সংখ্যাটা আরও বেশি। অন্যান্য বছরের তুলনায় প্রায় হাজারখানেক বেশি পুজো হচ্ছে। এ বছর বাংলাদেশে মোট ৪৭ হাজার ৪৪৬টি পুজো হচ্ছে৷ প্রতি বছর বাংলাদেশে সবথেকে বেশি পুজো হয় চট্টোগ্রামে৷ শুধু দুর্গা প্রতিমাই নয়, প্যান্ডেল বা আলোকসজ্জাতেও তাক লাগিয়ে দেয় কিছু প্রাচীন বাংলাদেশের পুজো৷
advertisement
*শারদীয়ার আনন্দে মাততে প্রস্তুত হচ্ছে বাংলা। তবে শুধু এপার বাংলা নয়, ওপার বাংলাতেও আনন্দে মাতবেন সকলেই। এ বাংলার মতোই বাংলাদেশেও দুর্গাপুজোর পাঁচদিন ধরে থাকে উৎসবের আমেজ। রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে একাধিক ঐতিহ্যশালী দুর্গাপুজো। তারই মধ্যে সেরা চারটি রইল আপনাদের জন্য...
advertisement
ঢাকেশ্বরী মন্দিরের পুজো: বাংলাদেশের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি হল এই ঢাকেশ্বরী মন্দির। প্রচলিত লোককথা হল, রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর ধারে জঙ্গলে একটি দূর্গা মূর্তি খুঁজে পেয়েছিলেন। তার পরই তিনি সেই মূর্তি স্থাপন করে দুর্গাপুজোর প্রচলন করেন। সেই থেকেই এই মন্দির নাকি ঢাকেশ্বরী মন্দির নামে পরিচিত। অনেকেই বলে থাকেন, এই মন্দিরের নাম অনুসারেই রাজধানী ঢাকার নামকরণ করা হয়েছিল।
advertisement
শাখারি বাজারের দুর্গাপুজো: ঢাকার দুর্গাপুজোর কথা উঠলেই চলে আসে রাজধানীর পুজোর অন্যতম মূল আকর্ষণ শাখারি বাজারের দুর্গাপুজো। এই বাজারে শাখা, পলা সহ বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে। চমক হল, এই শাখারি বাজারে এখন মোট ৯টি পুজো হয়। আর প্রতিটি পুজো কম করে ৪০-৫০ বছরের বেশি পুরনো। দর্শকদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো।
advertisement
advertisement
শিকদার বাড়ির দুর্গাপুজো: বাংলাদেশের দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম হল শিকদার বাড়ির দুর্গাপুজো। বাগেরহাট জেলার লিটন শিকদার নামে এক ব্যবসায়ীর উদ্যোগে ২০১০ থেকে শুরু হয়েছে এই দুর্গাপুজো। বর্তমানে শিকদার বাড়ির দুর্গাপুজো বাংলাদেশের অন্যতম সেরা পুজোগুলোর একটি বলে ধরা হয়। এই পুজোর বিশেষত্ব হল, বাংলাদেশে সাধারণত খুব এখটা থিম নির্ভর পুজো মণ্ডপ না হলেও শিকদার বাড়িতে থিম পুজো দেখা যায়। মণ্ডপে ফুটিয়ে তোলা হয় নানা পৌরাণিক কাহিনি।