মাংসগুলো শরীর থেকে খসে খসে পড়ছে৷ হাতের হাড় বেরিয়ে গেল মুহূর্তে৷ পায়ের হাড়গুলি দেখা যাচ্ছে স্পষ্ট৷ অথচ যন্ত্রণা নেই৷ রক্ত ঝরছে না৷ মাংসগুলিই খালি পড়ে যাচ্ছে খুলে খুলে৷ রাশিয়ায় ছিলই৷ এ বার ডেসোমরফিন হামলা চালাল ব্রিটেনে৷ যাকে বলা হয় ক্রকোডিল৷ এক মারণ ড্রাগ৷ চিকিত্সায় পরিভাষায় ডেসোমরফিন৷
advertisement
advertisement
advertisement
advertisement
ক্রকোডিল কী? বহু বছর আগে সুইত্জারল্যান্ড ও রাশিয়ায় ডেসোমরফিন ব্যবহার করা হত প্রচ্ড যন্ত্রণা নিবারণের জন্য৷ পরে ওই ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হয়৷ ২০১০ সাল নাগাদ রাশিয়ায় এই ড্রাগের নেশার খবর মেলে আন্তর্জাতিক বিশ্বের৷ তার আগে ২০০৩ সালে অবশ্য রাশিয়া মাদক নিঃশেষ করতে বড়সড় অভিযান শুরু করে৷ ১৯৯৮ সালে রাশিয়ায় এই ড্রাগকে মাদক হিসেবে চিহ্নিত করে৷
