Donald Trump: ইরানের পরমাণু কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দিল আমেরিকা? পেন্টাগনের রিপোর্টে ট্রাম্পের মাথায় হাত! উল্টে বলছেন, 'আমাকে হেয় করার চেষ্টা'!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Donald Trump: গত শনিবার, আমেরিকা অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়।
advertisement
গত শনিবার, আমেরিকা অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন একে ‘অত্যন্ত সফল’ বলে অভিহিত করেছিলেন। তবে মাত্র তিনদিনের মধ্যেই পেন্টাগনের এই নতুন মূল্যায়ন জানায় যে, হামলার পর পরিস্থিতি এতটা নাটকীয় নয়।
advertisement
পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এই প্রতিবেদন তৈরি করেছে। তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এই হামলায় ধ্বংস হয়নি। তবে হোয়াইট হাউস গোয়েন্দাদের এই মূল্যায়নকে 'সম্পূর্ণ ভুল' বলে আখ্যা দিয়ে বলেছে, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করার চেষ্টা করার জন্যই এটি বলা হচ্ছে।
advertisement
এর আগে ট্রাম্প দাবি করেছেন, শনিবারে ইরানের পারমাণবিক কেন্দ্রে বিমান হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো 'সম্পূর্ণভাবে ধ্বংস' হয়েছে। পেন্টাগনের এই তথ্যের পর ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে দাবি করেছেন, সিএনএন ও নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন সত্যি নয়। তারা সামরিক ইতিহাসের সবচেয়ে সফল একটি অভিযানকে হেয় করার চেষ্টা করছে।
advertisement
পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) এই প্রতিবেদন তৈরি করেছে, যেখানে বলা হয়েছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মজুদ এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি। মূলত, হামলার ফলে ইরানের সেন্ট্রিফিউজগুলো অনেকটাই অক্ষত রয়েছে এবং ক্ষয়ক্ষতি সীমাবদ্ধ ছিল স্থলভাগের অবকাঠামো পর্যন্ত।
advertisement
advertisement
হোয়াইট হাউস অবশ্য পেন্টাগনের এই মূল্যায়নকে ‘সম্পূর্ণ ভুল’ বলে আখ্যা দিয়েছে এবং দাবি করেছে, এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করার উদ্দেশ্যে করা হচ্ছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন, সিএনএন ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তা মিথ্যা এবং এটি তার প্রশাসনের সফল অভিযানকে ছোট করার চেষ্টা।
advertisement
পেন্টাগন জানায়, ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান- এই তিনটি পারমাণবিক স্থাপনায় ৩০ হাজার পাউন্ড ওজনের ‘বাংকার বাস্টার’ বোমা নিক্ষেপ করা হয়েছিল, যা ৬০ ফুট কংক্রিট বা ২০০ ফুট মাটি ভেদ করতে সক্ষম। এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি হওয়ার কথা ছিল, কিন্তু স্যাটেলাইট চিত্র এবং পরবর্তী গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে ভূগর্ভস্থ স্থাপনাগুলোর ক্ষতি ছিল সীমিত।
advertisement
বিশেষ দূত স্টিভ উইটকফের মতে, ইরানে মার্কিন হামলার পর যেসব গোয়েন্দা তথ্য প্রকাশিত হয়েছে তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তিনি বলেছেন, ‘এটি অত্যন্ত নিন্দনীয়, রাষ্ট্রদ্রোহিতার মতো এবং এটি অবশ্যই তদন্ত হওয়া উচিত।’ ট্রাম্পও এই মন্তব্যের সমর্থন জানিয়ে বলেছেন, ‘এটা হাস্যকর যে কেউ বলছে, হামলায় আমাদের লক্ষ্য পূর্ণ হয়নি।’