Donald Trump- Elon Musk: ‘মাস্ক দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে বাধ্য হবেন’! টেসলা প্রধানকে চরম হুমকি প্রেসিডেন্ট ট্রাম্পের

Last Updated:
Donald Trump- Elon Musk: শিল্পপতি ইলন মাস্কে ফের খোঁচা ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈদ্যুতিক যানবাহনকে (EV) তীব্র আক্রমণ করেন, পাশাপাশি বৈদ্যুতিক গাড়িকে ‘হাস্যকর’ বলেন।
1/5
শিল্পপতি ইলন মাস্কে ফের খোঁচা ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈদ্যুতিক যানবাহনকে (EV) তীব্র আক্রমণ করেন, পাশাপাশি বৈদ্যুতিক গাড়িকে ‘হাস্যকর’ বলেন। দীর্ঘদিন ধরেই ট্রাম্প বৈদ্যুতিক গাড়ির বিরোধী ছিলেন।
শিল্পপতি ইলন মাস্কে ফের খোঁচা ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈদ্যুতিক যানবাহনকে (EV) তীব্র আক্রমণ করেন, পাশাপাশি বৈদ্যুতিক গাড়িকে ‘হাস্যকর’ বলেন। দীর্ঘদিন ধরেই ট্রাম্প বৈদ্যুতিক গাড়ির বিরোধী ছিলেন।
advertisement
2/5
ট্রাম্পের বক্তব্য বৈদ্যুতিক গাড়িগুলি ঠিক আছে, তবে আমেরিকানদের এই গাড়ি কিনতে বাধ্য করা উচিত নয়। ট্রাম্প টেসলা প্রধান ইলন মাস্ক কে তীব্র আক্রমণ করে দাবি করেন, “মাস্ক ইতিহাসে যে কোনও মানুষের চেয়ে বেশি ভর্তুকি পান।
ট্রাম্পের বক্তব্য বৈদ্যুতিক গাড়িগুলি ঠিক আছে, তবে আমেরিকানদের এই গাড়ি কিনতে বাধ্য করা উচিত নয়। ট্রাম্প টেসলা প্রধান ইলন মাস্ক কে তীব্র আক্রমণ করে দাবি করেন, “মাস্ক ইতিহাসে যে কোনও মানুষের চেয়ে বেশি ভর্তুকি পান।"
advertisement
3/5
 আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “সরকারি ভর্তুকি না পেলে মাস্ক দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে বাধ্য হবেন।
আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “সরকারি ভর্তুকি না পেলে মাস্ক দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে বাধ্য হবেন।" পাশাপাশি তাঁর দাবি, মাস্ক রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট উৎপাদন এবং বৈদ্যুতিক যানবাহন উৎপাদন সবকিছু বন্ধ করতে বাধ্য হবেন।
advertisement
4/5
পাশাপাশি DOGE-কে (সরকারি সংস্থা) তিনি উপদেশ দেন ইভির সমস্ত ভর্তুকি বন্ধ করলে করদাতাদের অনেক টাকা বেঁচে যেতে পারে। পরে, ইলন মাস্ক পাল্টা দেন ট্রাম্পকে। সমাজমাধ্যমে ট্রাম্পকে মাস্ক বলেন,
পাশাপাশি DOGE-কে (সরকারি সংস্থা) তিনি উপদেশ দেন ইভির সমস্ত ভর্তুকি বন্ধ করলে করদাতাদের অনেক টাকা বেঁচে যেতে পারে। পরে, ইলন মাস্ক পাল্টা দেন ট্রাম্পকে। সমাজমাধ্যমে ট্রাম্পকে মাস্ক বলেন, "আমি আক্ষরিক অর্থে বলছি, সব ভর্তুকি বন্ধ করে দিন।"
advertisement
5/5
পাশাপাশি তিনি আমেরিকার সরকার এবং বিরোধী দুই দল ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের এক সুরে বিরোধিতা করে নতুন রাজনৈতিক দলের আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের দেশে ডেমোক্র্যাট-রিপাবলিকানদের বিকল্প রাজনৈতিক দলের প্রয়োজন, যারা মানুষের কথা তুলে ধরবে”।
পাশাপাশি তিনি আমেরিকার সরকার এবং বিরোধী দুই দল ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের এক সুরে বিরোধিতা করে নতুন রাজনৈতিক দলের আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের দেশে ডেমোক্র্যাট-রিপাবলিকানদের বিকল্প রাজনৈতিক দলের প্রয়োজন, যারা মানুষের কথা তুলে ধরবে”।
advertisement
advertisement
advertisement