Donald Trump on Benjamin Netanyahu: সে কী! নেতানিয়াহুকে তীব্র আক্রমণ ডোনাল্ড ট্রাম্পের! কী এমন হল? কাতারে কেন হামলা চালাল ইজরায়েল? এমন কাকে মারল জানেন!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Donald Trump on Benjamin Netanyahu: কাতারের উপর ইজরায়েলের এই হামলার পরই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিশানা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
advertisement
advertisement
advertisement
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি কাতারকে ওয়াশিংটনের শক্তিশালী বন্ধু হিসেবে দেখেন এবং এই হামলা নিয়ে খুব খারাপ অনুভূতি বোধ করছেন। কাতারের ভিতরে ঢুকে হামাসের বিরুদ্ধে হামলা চালানোর ইজরায়েলের সিদ্ধান্তের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট একমত নন বলে হোয়াইট হাউস থেকেও স্পষ্ট করে দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর ট্রাম্প নিজে ট্রুথ সোশ্যালে এই নিয়ে মন্তব্য করেন।
advertisement
advertisement
advertisement
ইজরায়েলি একটি সূত্র নিশ্চিত করেছে, হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরমধ্যে খালিল আল-হায়াও ছিলেন। তিনি হামাসের গাজা প্রধানের পাশপাশি প্রধান আলোচকের দায়িত্বও পালন করছেন। ইজরায়েলের হামলার পর দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর শহরটির লেগতিফিয়া পেট্রোল স্টেশন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।