Donald Trump News: 'খেল খতম!' আসল রূপ দেখিয়েই দিলেন ডোনাল্ড ট্রাম্প! শুরু এয়ারস্ট্রাইক, নির্বিচারে মৃত্যু মহিলা-শিশুদের! কোন দেশে এয়ারস্ট্রাইক করল আমেরিকা জানেন?

Last Updated:
Donald Trump News: ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পরেই সেখানে লাগাতার বোমাবর্ষণ চালাচ্ছে আমেরিকা।
1/7
গত জানুয়ারি মাসে হোয়াইট হাউসে ফের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বারবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে তাঁকে বিচলিত থাকতে দেখা গিয়েছে। এবার ট্রামের নজর ইয়েমেনে। অর্থাৎ নজর পশ্চিম এশিয়ার দিকে। শনিবারই ইয়েমেনের উপর হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি।
গত জানুয়ারি মাসে হোয়াইট হাউসে ফের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বারবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে তাঁকে বিচলিত থাকতে দেখা গিয়েছে। এবার ট্রামের নজর ইয়েমেনে। অর্থাৎ নজর পশ্চিম এশিয়ার দিকে। শনিবারই ইয়েমেনের উপর হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি।
advertisement
2/7
সূত্রের খবর, ট্রাম্পের নির্দেশের পরেই সেখানে লাগাতার বোমাবর্ষণ চালাচ্ছে আমেরিকা। হামলায় অন্তত ২১ জনের প্রাণ গিয়েছে। প্রাণ গিয়েছে মহিলা-শিশুর।
সূত্রের খবর, ট্রাম্পের নির্দেশের পরেই সেখানে লাগাতার বোমাবর্ষণ চালাচ্ছে আমেরিকা। হামলায় অন্তত ২১ জনের প্রাণ গিয়েছে। প্রাণ গিয়েছে মহিলা-শিশুর।
advertisement
3/7
আমেরিকার জাহাজের উপর আক্রমণ বন্ধ না করলে ইয়েমেনে মারাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হুথি জঙ্গি বাহিনীকে উদ্দেশ্য করে ট্রাম্পের সরাসরি হুমকি, "ইয়েমেনের খেল খতম। তাই অবিলম্বে আজ থেকেই ওদের আক্রমণ বন্ধ করা উচিত। যদি তা না করে, তাহলে তাদের উপর নরকের মতো পরিস্থিতি নেমে আসবে। এমন অবস্থা হবে, যা কোনওদিন চোখেও দেখেনি তারা।"
আমেরিকার জাহাজের উপর আক্রমণ বন্ধ না করলে ইয়েমেনে মারাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হুথি জঙ্গি বাহিনীকে উদ্দেশ্য করে ট্রাম্পের সরাসরি হুমকি, "ইয়েমেনের খেল খতম। তাই অবিলম্বে আজ থেকেই ওদের আক্রমণ বন্ধ করা উচিত। যদি তা না করে, তাহলে তাদের উপর নরকের মতো পরিস্থিতি নেমে আসবে। এমন অবস্থা হবে, যা কোনওদিন চোখেও দেখেনি তারা।"
advertisement
4/7
সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার সন্ধের পর ইয়েমেনে পরপর বিস্ফোরণ হয়েছে। সৌদি আরবের সীমান্তে শক্ত ঘাঁটি রয়েছে হুথিদের। সেখানেই সানা ও সাডার উত্তর প্রান্তে আকাশপথে বিমান হামলা চালানো হয়। হুথিদের দ্বারা পরিচালিত ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এয়ারস্ট্রাইকে কমপক্ষে ২৪ জন মারা গিয়েছেন। সানায় ১৩ জন ও সাডায় মহিলা ও শিশু মিলিয়ে ১১ জন মারা গিয়েছেন।
সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার সন্ধের পর ইয়েমেনে পরপর বিস্ফোরণ হয়েছে। সৌদি আরবের সীমান্তে শক্ত ঘাঁটি রয়েছে হুথিদের। সেখানেই সানা ও সাডার উত্তর প্রান্তে আকাশপথে বিমান হামলা চালানো হয়। হুথিদের দ্বারা পরিচালিত ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এয়ারস্ট্রাইকে কমপক্ষে ২৪ জন মারা গিয়েছেন। সানায় ১৩ জন ও সাডায় মহিলা ও শিশু মিলিয়ে ১১ জন মারা গিয়েছেন।
advertisement
5/7
পোস্টে ট্রাম্প আরও দাবি, জলদস্যুদের উপদ্রব থেকে শুরু করে আমেরিকান জাহাজগুলির বিরুদ্ধে নানা সন্ত্রাস ও হামলা চালাচ্ছে হুথি জঙ্গিরা। অন্যান্য জাহাজ থেকে শুরু করে বিমান ও ড্রোনেও হামলা চালানো হচ্ছে।
পোস্টে ট্রাম্প আরও দাবি, জলদস্যুদের উপদ্রব থেকে শুরু করে আমেরিকান জাহাজগুলির বিরুদ্ধে নানা সন্ত্রাস ও হামলা চালাচ্ছে হুথি জঙ্গিরা। অন্যান্য জাহাজ থেকে শুরু করে বিমান ও ড্রোনেও হামলা চালানো হচ্ছে।
advertisement
6/7
ট্রাম্প বলেন, হুথিদের বিরুদ্ধে তার পূর্বতন জো বাইডেনের প্রশাসন কার্যত কোনও পদক্ষেপই নেননি। নিয়ে থাকলেও তা খুবই দুর্বল ছিল। আর তাই সরাসরি রেয়াত না করে এয়ারস্ট্রাইকের পথ বেছে নিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, হুথিদের বিরুদ্ধে তার পূর্বতন জো বাইডেনের প্রশাসন কার্যত কোনও পদক্ষেপই নেননি। নিয়ে থাকলেও তা খুবই দুর্বল ছিল। আর তাই সরাসরি রেয়াত না করে এয়ারস্ট্রাইকের পথ বেছে নিয়েছেন ট্রাম্প।
advertisement
7/7
ট্রাম্প বারবার এই বাণিজ্য-জাহাজে হামলা চালানো বন্ধ করতে বলেছেন। সেই কারণেই এই হামলা। হুথিদের উপর যেমন হামলা চালিয়েছে আমেরিকা, একই সঙ্গে ইরানকেও সতর্ক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। তাঁর সাফ বক্তব্য, হুথিদের সমর্থন বন্ধ করতে হবে ইরানকে।
ট্রাম্প বারবার এই বাণিজ্য-জাহাজে হামলা চালানো বন্ধ করতে বলেছেন। সেই কারণেই এই হামলা। হুথিদের উপর যেমন হামলা চালিয়েছে আমেরিকা, একই সঙ্গে ইরানকেও সতর্ক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। তাঁর সাফ বক্তব্য, হুথিদের সমর্থন বন্ধ করতে হবে ইরানকে।
advertisement
advertisement
advertisement