Donald Trump: বেনজির ঘটনা! ইজরায়েলে গিয়ে এ কোন ঘটনার মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প! বাধ্য হয়েই বললেন, 'কাজটা খুব দক্ষতার সঙ্গে হয়েছে'
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Donald Trump: এক পর্যায়ে নিরাপত্তারক্ষীরা দ্রুত এক ব্যক্তির কাছে এগিয়ে যায় এবং তাঁকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়।
গাজা যুদ্ধ শেষ হয়েছে এবং মধ্যপ্রাচ্য স্বাভাবিক হতে চলেছে, রবিবার ইজরায়েল যাওয়ার আগে এমনই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সোমবার ইজরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময়ই হল ছন্দপতন।
advertisement
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময়ই ইজরায়েলের পার্লামেন্টে হট্টগোল দেখা যায়। এতে ট্রাম্প তার ভাষণ থামাতে বাধ্য হন।
advertisement
এক পর্যায়ে নিরাপত্তারক্ষীরা দ্রুত এক ব্যক্তির কাছে এগিয়ে যায় এবং তাঁকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে প্রেসিডেন্ট ট্রাম্প পার্লামেন্টে ভাষণ শুরুর আগে বলেন, ‘কাজটা খুব দক্ষতার সঙ্গে হয়েছে।’
advertisement
ভাষণে ট্রাম্প বলেন, আজ একটি নতুন মধ্যপ্রাচ্যের ‘ঐতিহাসিক ভোর’। মার্কিন প্রেসিডেন্ট ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানান। তিনি তাঁকে ‘অসাধারণ সাহসী একজন মানুষ’ বলে অভিহিত করেন। এ সময় পার্লামেন্টে উপস্থিত সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে চিৎকার করে ওঠেন।
advertisement
মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে আলোচনায় সহায়তাকারী আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, তাদের একসঙ্গে কাজ করাটা ‘অবিশ্বাস্য এক বিজয়’। ইজরায়েলের পার্লামেন্টের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যদি কোনও শান্তি চুক্তি সম্ভব হয়, তবে তা দারুণ হবে। ‘ইরানের জনগণ বাঁচতে চায়’ বলেও মন্তব্য করেন তিনি।
advertisement
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকা ও অন্যান্য পশ্চিম বিশ্বের দেশগুলোর সঙ্গে ইরানের দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে। পশ্চিম বিশ্বের দেশগুলোর দাবি, ইরান পারমাণবিক বোমা বানানোর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। কিন্তু ইরান বারবার এই দাবি অস্বীকার করে বলেছে, পারমাণবিক বোমা তৈরির কোনও উদ্দেশ্য তাদের নেই। তারা অন্যান্য দেশের মতো শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক কর্মসূচি পরিচালনা করতে চায়।