Minister Beating Wife: নিজের বউকে বেধড়ক লাথি-চড়, ৪ ঘণ্টা ধরে হোটেলরুমে নারকীয় অত্যাচার, বিদেশে মন্ত্রীর জঘন্য কুকীর্তি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Minister Beating Wife: মন্ত্রীর নক্কারজনক কাণ্ড, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলল নিজের স্ত্রীকে
: স্বামীর হাতে স্ত্রী মার খাচ্ছে এরকম গার্হস্থ্য হিংসার শিকার মহিলাদের হামেশাই হতে হয়৷ কখনও তা পুলিশের খাতায় অভিযোগ হিসেবে দায়ের হয়৷ আবার কখনও তা রিপোর্টও হয় না৷ আবার অনেক সময় স্বামী-স্ত্রী-র মধ্যে মারামারির ঘটনা এমনকি খুনের ঘটনার কথাও শুনে থাকি৷ কিন্তু এর আগে কখনও এরকম শোনা যায়নি যে কোনও দেশের মন্ত্রী তাঁর স্ত্রীকে মারতে মারতে মেরে ফেলেছে!
advertisement
এরকইম হয়েছে ৷ ৩১ বছর বয়সী স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী৷ হোটেলের রুমে স্বামী তার স্ত্রীকে ৮ ঘণ্টা ধরে অমানবিক নির্যাতন করে হত্যা করে৷ সেই সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করা হয়েছে। এই ফুটেজ প্রকাশ্যে আসতেই সারা দেশ তথা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে৷ Photo Courtesy- Telegram
advertisement
কাজাখস্তানের জনতা এটিকে রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট টোকায়েভের একটি ন্যায্য, আরও ন্যায়সঙ্গত সমাজ গঠনের প্রতিশ্রুতির অ্যাসিড টেস্ট হিসাবে দেখছেন। ৩১ বছরের সালতানাত নুকেনোভা গত বছর নভেম্বরে একটি হোটেলে মৃত অবস্থায় ছিলেন৷ তাঁর স্বামী কুয়ান্দিক বিশিমবায়েভের এক আত্মীয়ের মালিকানাধীন হোটেলে মৃত অবস্থায় ছিল সালতানাত। গত দিনরাত পুরোটা এই হোটেলেই কাটিয়েছিলেন এই দম্পতি। সালতানাত নুকেনোভা সেখানে ঘণ্টার পর ঘণ্টা অজ্ঞান হয়ে পড়েছিলেন।
advertisement
চুল ধরে টেনে নিয়ে গিয়েছিল তাঁর স্বামীসম্প্রতি, আদালতে মামলার বিচার চলাকালীন, ৪৪ বছর বয়সী প্রাক্তন অর্থমন্ত্রী কুয়ান্দিক বিশিমবায়েভের 8 ঘণ্টার দীর্ঘ ফুটেজ দেখানো হয়। এই ভিডিও ফুটেজে তাকে স্ত্রীকে মারতে দেখা যাচ্ছিল সেই ভিডিও ফুটেজে। দেখা যায়, পরিবারের মালিকানাধীন হোটেলে সাবেক মন্ত্রী বারবার স্ত্রীকে লাথি-ঘুষি মারছিল। এরপর তাঁকে চুল ধরে টেনে নিয়ে একটি আলাদা ঘরে নিয়ে যেতে দেখা যায়, এরপর আবার আর ক্যামেরা ছিল না।
advertisement
টয়লেটের দরজা ভেঙ্গে তারপর...আদালতে প্রসিকিউটর বিচারককে বলেন, স্ত্রী প্রাণে বাঁচতে টয়লেটে লুকিয়ে পালানোর চেষ্টা করলেও প্রাক্তন মন্ত্রী দরজা ভেঙে নিজের বউকে বাইরে নিয়ে যায় এবং আবারও মারধর শুরু করে। স্ত্রীকে টয়লেট থেকে টেনে বের করার পর গলায় চেপে ধরে সে। তখন সে অজ্ঞান হয়ে যায়। Photo Courtesy- Telegram
advertisement