1/ 5


• এরমধ্যেই এক নতুন ধরনের নিউমোনিয়ার সন্ধান পাওয়া গিয়েছে। যদিও, সেই রোগটি ঠিক কী, তা এখনও বোঝা যায়নি। শোন যাচ্ছে, এই রহস্যজনক নিউমোনিয়া নাকি করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ানক। (প্রতীকী ছবি)
2/ 5


• আর সেই নিয়েই সতর্ক করেছে চিন। এই নতুন রোগের সন্ধান মিলেছে কাজাখাস্তানে। সেখানে হাজারের ওপর মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। (প্রতীকী ছবি)
3/ 5


• রহস্যজনক এই নিউমোনিয়া নিয়ে চিনের সতর্কবার্তা অবশ্য উড়িয়ে দিয়েছে কাজাখাস্তান। যদিও সে দেশের রাষ্ট্রপতি জানিয়েছেন, মোট ২৮ হাজার নিউমোনিয়া রোগী হাসাপতালে ভর্তি যাঁদের করোনা সংক্রমণ হয়নি। (প্রতীকী ছবি)
4/ 5


• আর এই রোগের মৃত্যুর হারও অত্যাধিক বেশি। একটি ছবিতে দেখা গিয়েছে, এই দেশের প্রধান শহর আলমাটির একটি মর্গের বাইরে মৃতদেহ সংগ্রহ করার জন্য লোকে ভিড় করেছে। (প্রতীকী ছবি)