Typhoon Jebi: ২৫ বছর পর বিধ্বংসী টাইফুনের কবলে জাপান, দেখুন সেই বিপর্যয়ের ছবি

Last Updated:
1/16
বিধ্বংসী টাইফুন আছড়ে পড়ায়, বিপজ্জনক পরিস্থিতি পশ্চিম জাপানে। এখনও পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে (Images: AP)
বিধ্বংসী টাইফুন আছড়ে পড়ায়, বিপজ্জনক পরিস্থিতি পশ্চিম জাপানে। এখনও পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে (Images: AP)
advertisement
2/16
১৯৯৩-এর পর থেকে এত বিপজ্জনক টাইফুনের শিকার হয়নি জাপান। (Image: AP)
১৯৯৩-এর পর থেকে এত বিপজ্জনক টাইফুনের শিকার হয়নি জাপান। (Image: AP)
advertisement
3/16
বাতাসের বেগ এতটাই বেশি যে ঐ বিমানবন্দরের কাছে ২ হাজার ৫৯১ টনের একটি ট্যাংকার একটি সেতু থেকে নীচে পড়ে গেছে৷ (Image: AP)
বাতাসের বেগ এতটাই বেশি যে ঐ বিমানবন্দরের কাছে ২ হাজার ৫৯১ টনের একটি ট্যাংকার একটি সেতু থেকে নীচে পড়ে গেছে৷ (Image: AP)
advertisement
4/16
 অসংখ্য ফ্লাইট, ট্রেন ও ফেরি চলাচল বাতিল করা হয়েছে। সংবাদমাধ্যম বলছে, ওসাকার আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছেন হাজারও যাত্রী। (Image: AP)
অসংখ্য ফ্লাইট, ট্রেন ও ফেরি চলাচল বাতিল করা হয়েছে। সংবাদমাধ্যম বলছে, ওসাকার আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছেন হাজারও যাত্রী। (Image: AP)
advertisement
5/16
টাইফুন ‘জেবি’র কারণে বন্যা ও ভূমিধসের সতকর্তা জারি করেছে কর্তৃপক্ষ। বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে তালিকা করেছেন সংশ্লিষ্টরা। (Image: AP)
টাইফুন ‘জেবি’র কারণে বন্যা ও ভূমিধসের সতকর্তা জারি করেছে কর্তৃপক্ষ। বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে তালিকা করেছেন সংশ্লিষ্টরা। (Image: AP)
advertisement
6/16
দেশের আবহাওয়া দপ্তরের তরফে জারি করা সতর্কবার্তায় ঘণ্টায় ১২৬ থেকে ১৮০ কিলোমিটার ঝড়ের তথ্য মিলেছে। (Image: AP)
দেশের আবহাওয়া দপ্তরের তরফে জারি করা সতর্কবার্তায় ঘণ্টায় ১২৬ থেকে ১৮০ কিলোমিটার ঝড়ের তথ্য মিলেছে। (Image: AP)
advertisement
7/16
কোরীয়ান শব্দ জেবি'র অর্থ 'গ্রাস'। আর টাইফুনের গ্রাসে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে একাধিক বিমানবন্দর। (Image: AP)
কোরীয়ান শব্দ জেবি'র অর্থ 'গ্রাস'। আর টাইফুনের গ্রাসে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে একাধিক বিমানবন্দর। (Image: AP)
advertisement
8/16
জরুরি প্রয়োজন ছাড়াকাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। (Image: AP)
জরুরি প্রয়োজন ছাড়াকাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। (Image: AP)
advertisement
9/16
কানসাই বিমানবন্দরেই আটকে পড়েছিলেন ৩ হাজারের বেশি যাত্রীরা। তাঁদের ধীরে ধীরে উদ্ধার করে নৌকা ও বোটে করে ফেরত পাঠানো হচ্ছে।  (Image: AP)
কানসাই বিমানবন্দরেই আটকে পড়েছিলেন ৩ হাজারের বেশি যাত্রীরা। তাঁদের ধীরে ধীরে উদ্ধার করে নৌকা ও বোটে করে ফেরত পাঠানো হচ্ছে। (Image: AP)
advertisement
10/16
টাইফুনটি প্রথমে ছোট্ট দ্বীপ শিকোকুতে আঘাত করে৷ তারপর পশ্চিম থেকে উত্তরের দিকে ধেয়ে যায়৷ (Image: AP)
টাইফুনটি প্রথমে ছোট্ট দ্বীপ শিকোকুতে আঘাত করে৷ তারপর পশ্চিম থেকে উত্তরের দিকে ধেয়ে যায়৷ (Image: AP)
advertisement
11/16
কিয়াটো শহরে কমপক্ষে ১৭ লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ওসাকা শহরের তৈল শোধনাগারগুলি। (Image: AP)
কিয়াটো শহরে কমপক্ষে ১৭ লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ওসাকা শহরের তৈল শোধনাগারগুলি। (Image: AP)
advertisement
12/16
বুধবার টাইফুনের দাপট কমলেও ভারী বৃষ্টি ও ধসের জেরে তৈরি পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হতে হচ্ছে প্রশাসনকে। (Image: AP)
বুধবার টাইফুনের দাপট কমলেও ভারী বৃষ্টি ও ধসের জেরে তৈরি পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হতে হচ্ছে প্রশাসনকে। (Image: AP)
advertisement
13/16
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাতাসের বেগ এত বেশি ছিল যে কয়েকটি বড় গাছ পড়ে গেছে৷ (Image: AP)
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাতাসের বেগ এত বেশি ছিল যে কয়েকটি বড় গাছ পড়ে গেছে৷ (Image: AP)
advertisement
14/16
জেবির দাপটে বিধ্বস্ত জাপানের ছবি (Image: AP)
জেবির দাপটে বিধ্বস্ত জাপানের ছবি (Image: AP)
advertisement
15/16
জেবির দাপটে বিধ্বস্ত জাপানের ছবি (Image: AP)
জেবির দাপটে বিধ্বস্ত জাপানের ছবি (Image: AP)
advertisement
advertisement
advertisement