বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যেখানে দারিদ্র বলে কিছু নেই ৷ গরিবি কি, এই সব দেশের মানুষ জানেনই না ৷ অর্থনীতির GDP পার ক্যাপিটার হিসেবে এই দেশগুলির মধ্যে রয়েছে লুক্সেমবার্গ, সুইৎজারল্যান্ড, ম্যাকাউ ৷ এই দেশে কেউ অভুক্ত থাকেন না ৷ এছাড়া দেশের নাগরিকদের ক্রয় ক্ষমতার ওপরও দেশগুলির মূল্য বিচার করা হয় ৷ এরফলে বোঝা যায় কোন দেশ কতটা ধনী ৷
সুইৎজারল্যান্ড- মধ্য ইউরোপের অত্যন্ত সুন্দর দেশটি GDP-র হিসেবে অনেকই ভাল ৷ এছাড়াও সেদেশের বাসিন্দাদের ক্রয় ক্ষমতাও সমান ৷ তাই স্ট্যান্ডার্ড অফ লিভিং ও জীবনযাপনের মান হিসেবে সর্বপ্রথম স্থান অধিকার করে সুইৎজারল্যান্ডই ৷ মনোরম সৌন্দর্যের জন্য প্রতি বছর বহু পর্যটক আসেন এই দেশে ৷ অন্যান্য ব্যবসার মধ্যে পর্যটন এই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসা ৷