Concetta Antico: এই মহিলার চোখে আছে আজব এক শক্তি, দেখতে পান প্রকৃতির ১০ কোটি রঙ!
- Published by:Suman Majumder
Last Updated:
কনসেটা অ্যান্টিকো (Concetta Antico) বিশেষ চোখের অধিকারী। তবে এই বিশেষ ক্ষমতার জন্য ভুগতে হচ্ছে তাঁর ছোট্ট মেয়েকে।
advertisement
advertisement
advertisement
পড়াশোনা শেষ করে সান দিয়েগোতে চলে আসেন তিনি। ২০১২ সালের পর টেট্রাক্রোমেট চোখ নিয়ে একটি গবেষণা করা হয়েছিল। সেই গবেষণা দেখায়, এই জাতীয় চোখ যাঁদের রয়েছে তাঁদের সন্তানের মধ্যে বর্ণান্ধতার ঝুঁকি থাকে। এর কিছুদিন আগে অ্যান্টিকোর মেয়ের মধ্যে বর্ণান্ধতা ধরা পড়ে। এই গবেষণা থেকে তিনি তাঁর বিশেষ চোখ সম্পর্কে তথ্য পেয়েছেন।
advertisement
advertisement