শীতেই ফিরছে বিতর্কিত 'সেক্স আইল্যান্ড'! অবাধ যৌনতার বিরোধিতা শুরু...

Last Updated:
1/4
বিতর্ক কাটিয়ে ও আইনি লড়াইয়ে জিতে এই শীতেই ফিরছে সেক্স আইল্যান্ড৷ বিজ্ঞাপনে বলা হয়েছে, প্রচুর যৌনকর্মী তো থাকছেনই, সঙ্গে বাড়তি পাওনা নাকি ড্রাগস৷ গুড গার্লস কো নামে ওই ওয়েবসাইটে এমনই দাবি করা হয়েছে৷ এ বছর ওই বিলাসবহুল দ্বীপে ৬০ জন গণিকা থাকবেন পর্যটকদের বিনোদনের জন্য৷
বিতর্ক কাটিয়ে ও আইনি লড়াইয়ে জিতে এই শীতেই ফিরছে সেক্স আইল্যান্ড৷ বিজ্ঞাপনে বলা হয়েছে, প্রচুর যৌনকর্মী তো থাকছেনই, সঙ্গে বাড়তি পাওনা নাকি ড্রাগস৷ গুড গার্লস কো নামে ওই ওয়েবসাইটে এমনই দাবি করা হয়েছে৷ এ বছর ওই বিলাসবহুল দ্বীপে ৬০ জন গণিকা থাকবেন পর্যটকদের বিনোদনের জন্য৷
advertisement
2/4
আগামী ১৪ ডিসেম্বর ৪ দিন ধরে চলবে সেক্স পার্টি৷ অনুষ্ঠিত হবে সিক্রেট লোকেশনে৷ যদিও কলোম্বিয়া সরকার এই কার্যকলাপ বন্ধ করতে উঠেপড়ে লেগেছে৷ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ এই পর্যটনকে নিষিদ্ধ ঘোষণা করতে কলোম্বিয়া প্রশাসনকে চাপ দিচ্ছে৷
আগামী ১৪ ডিসেম্বর ৪ দিন ধরে চলবে সেক্স পার্টি৷ অনুষ্ঠিত হবে সিক্রেট লোকেশনে৷ যদিও কলোম্বিয়া সরকার এই কার্যকলাপ বন্ধ করতে উঠেপড়ে লেগেছে৷ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ এই পর্যটনকে নিষিদ্ধ ঘোষণা করতে কলোম্বিয়া প্রশাসনকে চাপ দিচ্ছে৷
advertisement
3/4
যদিও ওয়েবসাইটটির বক্তব্য, তারা আইন মেনেই এগোচ্ছে৷ এমন জায়গায় সেক্স পার্টি করছে, যেখানে আইনি ভাবে নিষিদ্ধ নয়৷ সেক্স ট্যুরিজম ওই জায়গায় আইনি৷ আর কোনও মেয়েকেি জোর করা হচ্ছে না৷ নিজের ইচ্ছেতেই তাঁরা নাকি অংশ নিচ্ছেন পার্টিতে৷
যদিও ওয়েবসাইটটির বক্তব্য, তারা আইন মেনেই এগোচ্ছে৷ এমন জায়গায় সেক্স পার্টি করছে, যেখানে আইনি ভাবে নিষিদ্ধ নয়৷ সেক্স ট্যুরিজম ওই জায়গায় আইনি৷ আর কোনও মেয়েকেি জোর করা হচ্ছে না৷ নিজের ইচ্ছেতেই তাঁরা নাকি অংশ নিচ্ছেন পার্টিতে৷
advertisement
4/4
ওয়েবসাইটের কর্তৃপক্ষের কথায়, 'প্রত্যেকটি মহিলার বয়স ১৮ বছরের উপরে৷ আর এই মহিলাদের নিরাপত্তাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি৷ পার্টি হবে ইয়টে৷'
ওয়েবসাইটের কর্তৃপক্ষের কথায়, 'প্রত্যেকটি মহিলার বয়স ১৮ বছরের উপরে৷ আর এই মহিলাদের নিরাপত্তাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি৷ পার্টি হবে ইয়টে৷'
advertisement
advertisement
advertisement