কোণঠাসা চিন! ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের ফোন করে তদ্বির জিনপিংয়ের

Last Updated:
সম্প্রতি হংকংয়ে চিন যে নতুন আইন প্রণয়ন করেছে তা ভাল ভাবে নেয়নি ইউরোপীয় ইউনিয়ন৷
1/8
ভারত, আমেরিকা, জাপানের মতো দেশগুলির সঙ্গে তো সম্পর্ক খারাপ ছিলই, এবার ইউরোপের শক্তিধর   দেশগুলিরও রোষের মুখে চিন৷ জার্মানি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, নতুন নীতিতে তাঁর ভারত সহ   ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেই দেশগুলির সঙ্গে সম্পর্কে জোর দেবে, যারা গণতন্ত্র এবং মুক্ত বাজারে বিশ্বাস   রাখে৷ ফলে চিনের উপরে চাপ আরও বেড়েছে৷
ভারত, আমেরিকা, জাপানের মতো দেশগুলির সঙ্গে তো সম্পর্ক খারাপ ছিলই, এবার ইউরোপের শক্তিধর দেশগুলিরও রোষের মুখে চিন৷ জার্মানি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, নতুন নীতিতে তাঁর ভারত সহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেই দেশগুলির সঙ্গে সম্পর্কে জোর দেবে, যারা গণতন্ত্র এবং মুক্ত বাজারে বিশ্বাস রাখে৷ ফলে চিনের উপরে চাপ আরও বেড়েছে৷
advertisement
2/8
 চিনের কমিউনিস্ট সরকারের উপরে চাপ এতটাই বাড়ছে যে পরিস্থিতি সামাল দিতে চিনা প্রেসিডেন্ট শি   জিনপিং ইউরোপীয় ইউনিয়নের সদস্য একাধিক দেশের রাষ্ট্রনেতাদের ফোন করেছেন বলে খবর৷ তার মধ্যে   রয়েছেন জার্মানির চান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলও৷
চিনের কমিউনিস্ট সরকারের উপরে চাপ এতটাই বাড়ছে যে পরিস্থিতি সামাল দিতে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ইউরোপীয় ইউনিয়নের সদস্য একাধিক দেশের রাষ্ট্রনেতাদের ফোন করেছেন বলে খবর৷ তার মধ্যে রয়েছেন জার্মানির চান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলও৷
advertisement
3/8
 ভারত সহ প্রতিবেশী রাষ্ট্রগুলির ভূখণ্ডে দখলদারির চেষ্টা, হংকংয়ে মতপ্রকাশের অধিকার খর্ব করতে নতুন   আইন, দক্ষিণ চিন সাগরে দাদাগিরির মতো চিনের একের পর এক পদক্ষেপে ক্ষুব্ধ গোটা বিশ্ব৷ ইউরোপ   সফরে গিয়ে বিভিন্ন দেশের মনোভাবে সেই আঁচও পেয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই৷
ভারত সহ প্রতিবেশী রাষ্ট্রগুলির ভূখণ্ডে দখলদারির চেষ্টা, হংকংয়ে মতপ্রকাশের অধিকার খর্ব করতে নতুন আইন, দক্ষিণ চিন সাগরে দাদাগিরির মতো চিনের একের পর এক পদক্ষেপে ক্ষুব্ধ গোটা বিশ্ব৷ ইউরোপ সফরে গিয়ে বিভিন্ন দেশের মনোভাবে সেই আঁচও পেয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই৷
advertisement
4/8
পরিস্থিতি সামাল দিতে এবার আসরে নেমেছেন খোদ চিনা প্রেসিডেন্ট৷ জানা গিয়েছে, সোমবার অ্যাঞ্জেলা   মার্কেল সহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য একাধিক দেশের প্রধানদের ফোন করে ড্যামেজ কন্ট্রোল করার   চেষ্টা করেছেন শি জিনপিং৷
পরিস্থিতি সামাল দিতে এবার আসরে নেমেছেন খোদ চিনা প্রেসিডেন্ট৷ জানা গিয়েছে, সোমবার অ্যাঞ্জেলা মার্কেল সহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য একাধিক দেশের প্রধানদের ফোন করে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন শি জিনপিং৷
advertisement
5/8
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির সঙ্গে এতদিন চিনের বাণিজ্যিক সম্পর্ক যথেষ্ট ভালই ছিল৷ কিন্তু   সম্প্রতি চিনের নানা কার্যকলাপে তাদের অনেকেরই দৃষ্টিভঙ্গি বদলেছে৷ এখন উল্টে চিনকে তারা নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছে৷
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির সঙ্গে এতদিন চিনের বাণিজ্যিক সম্পর্ক যথেষ্ট ভালই ছিল৷ কিন্তু সম্প্রতি চিনের নানা কার্যকলাপে তাদের অনেকেরই দৃষ্টিভঙ্গি বদলেছে৷ এখন উল্টে চিনকে তারা নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছে৷
advertisement
6/8
সম্প্রতি হংকংয়ে চিন যে নতুন আইন প্রণয়ন করেছে তা ভাল ভাবে নেয়নি ইউরোপীয় ইউনিয়ন৷ অভিযোগ, চিন বিরোধী বিক্ষোভ দমন এবং মতপ্রকাশের অধিকার খর্ব করতেই এই আইন চাপিয়ে দেওয়া হয়েছে৷ আন্তর্জাতিক মহলের মতে, নতুন এই আইন আঞ্চলিক স্বায়ত্ব শাসনের অধিকারকে দুর্বল করে দেয়৷ ইতিমধ্যেই হংকংয়ের সঙ্গে নিজেদের লেনদেন কমিয়ে ফেলেছে বেশ কিছু দেশ৷ তার মধ্যে জার্মানি এবং ফ্রান্স ও রয়েছে৷
সম্প্রতি হংকংয়ে চিন যে নতুন আইন প্রণয়ন করেছে তা ভাল ভাবে নেয়নি ইউরোপীয় ইউনিয়ন৷ অভিযোগ, চিন বিরোধী বিক্ষোভ দমন এবং মতপ্রকাশের অধিকার খর্ব করতেই এই আইন চাপিয়ে দেওয়া হয়েছে৷ আন্তর্জাতিক মহলের মতে, নতুন এই আইন আঞ্চলিক স্বায়ত্ব শাসনের অধিকারকে দুর্বল করে দেয়৷ ইতিমধ্যেই হংকংয়ের সঙ্গে নিজেদের লেনদেন কমিয়ে ফেলেছে বেশ কিছু দেশ৷ তার মধ্যে জার্মানি এবং ফ্রান্স ও রয়েছে৷
advertisement
7/8
 বার্লিনে গিয়ে চেক প্রজাতন্ত্রের সেনেটের অধ্যক্ষ মিলোস বিসট্রিসিলের তাইওয়ান সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চিনের বিদেশমন্ত্রী৷ এর ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি৷ এর পরই জার্মানির বিদেশমন্ত্রী চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-কে সতর্ক করে বলেন, তাঁদের মঞ্চে দাঁড়িয়ে যেন তিনি ইউরোপের কোনও দেশের বিরুদ্ধে কিছু না বলেন৷ চেক প্রজাতন্ত্রের সঙ্গে জার্মানির সুসম্পর্কের কথাও উল্লেখ করেন জার্মানির বিদেশমন্ত্রী৷
বার্লিনে গিয়ে চেক প্রজাতন্ত্রের সেনেটের অধ্যক্ষ মিলোস বিসট্রিসিলের তাইওয়ান সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চিনের বিদেশমন্ত্রী৷ এর ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি৷ এর পরই জার্মানির বিদেশমন্ত্রী চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-কে সতর্ক করে বলেন, তাঁদের মঞ্চে দাঁড়িয়ে যেন তিনি ইউরোপের কোনও দেশের বিরুদ্ধে কিছু না বলেন৷ চেক প্রজাতন্ত্রের সঙ্গে জার্মানির সুসম্পর্কের কথাও উল্লেখ করেন জার্মানির বিদেশমন্ত্রী৷
advertisement
8/8
 বার্লিনে গিয়ে চেক প্রজাতন্ত্রের সেনেটের অধ্যক্ষ মিলোস বিসট্রিসিলের তাইওয়ান সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চিনের বিদেশমন্ত্রী৷ এর ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি৷ এর পরই জার্মানির বিদেশমন্ত্রী চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-কে সতর্ক করে বলেন, তাঁদের মঞ্চে দাঁড়িয়ে যেন তিনি ইউরোপের কোনও দেশের বিরুদ্ধে কিছু না বলেন৷ চেক প্রজাতন্ত্রের সঙ্গে জার্মানির সুসম্পর্কের কথাও উল্লেখ করেন জার্মানির বিদেশমন্ত্রী৷
বার্লিনে গিয়ে চেক প্রজাতন্ত্রের সেনেটের অধ্যক্ষ মিলোস বিসট্রিসিলের তাইওয়ান সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চিনের বিদেশমন্ত্রী৷ এর ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি৷ এর পরই জার্মানির বিদেশমন্ত্রী চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-কে সতর্ক করে বলেন, তাঁদের মঞ্চে দাঁড়িয়ে যেন তিনি ইউরোপের কোনও দেশের বিরুদ্ধে কিছু না বলেন৷ চেক প্রজাতন্ত্রের সঙ্গে জার্মানির সুসম্পর্কের কথাও উল্লেখ করেন জার্মানির বিদেশমন্ত্রী৷
advertisement
advertisement
advertisement