কোণঠাসা চিন! ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের ফোন করে তদ্বির জিনপিংয়ের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সম্প্রতি হংকংয়ে চিন যে নতুন আইন প্রণয়ন করেছে তা ভাল ভাবে নেয়নি ইউরোপীয় ইউনিয়ন৷
ভারত, আমেরিকা, জাপানের মতো দেশগুলির সঙ্গে তো সম্পর্ক খারাপ ছিলই, এবার ইউরোপের শক্তিধর দেশগুলিরও রোষের মুখে চিন৷ জার্মানি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, নতুন নীতিতে তাঁর ভারত সহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেই দেশগুলির সঙ্গে সম্পর্কে জোর দেবে, যারা গণতন্ত্র এবং মুক্ত বাজারে বিশ্বাস রাখে৷ ফলে চিনের উপরে চাপ আরও বেড়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সম্প্রতি হংকংয়ে চিন যে নতুন আইন প্রণয়ন করেছে তা ভাল ভাবে নেয়নি ইউরোপীয় ইউনিয়ন৷ অভিযোগ, চিন বিরোধী বিক্ষোভ দমন এবং মতপ্রকাশের অধিকার খর্ব করতেই এই আইন চাপিয়ে দেওয়া হয়েছে৷ আন্তর্জাতিক মহলের মতে, নতুন এই আইন আঞ্চলিক স্বায়ত্ব শাসনের অধিকারকে দুর্বল করে দেয়৷ ইতিমধ্যেই হংকংয়ের সঙ্গে নিজেদের লেনদেন কমিয়ে ফেলেছে বেশ কিছু দেশ৷ তার মধ্যে জার্মানি এবং ফ্রান্স ও রয়েছে৷
advertisement
বার্লিনে গিয়ে চেক প্রজাতন্ত্রের সেনেটের অধ্যক্ষ মিলোস বিসট্রিসিলের তাইওয়ান সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চিনের বিদেশমন্ত্রী৷ এর ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি৷ এর পরই জার্মানির বিদেশমন্ত্রী চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-কে সতর্ক করে বলেন, তাঁদের মঞ্চে দাঁড়িয়ে যেন তিনি ইউরোপের কোনও দেশের বিরুদ্ধে কিছু না বলেন৷ চেক প্রজাতন্ত্রের সঙ্গে জার্মানির সুসম্পর্কের কথাও উল্লেখ করেন জার্মানির বিদেশমন্ত্রী৷
advertisement
বার্লিনে গিয়ে চেক প্রজাতন্ত্রের সেনেটের অধ্যক্ষ মিলোস বিসট্রিসিলের তাইওয়ান সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চিনের বিদেশমন্ত্রী৷ এর ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি৷ এর পরই জার্মানির বিদেশমন্ত্রী চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-কে সতর্ক করে বলেন, তাঁদের মঞ্চে দাঁড়িয়ে যেন তিনি ইউরোপের কোনও দেশের বিরুদ্ধে কিছু না বলেন৷ চেক প্রজাতন্ত্রের সঙ্গে জার্মানির সুসম্পর্কের কথাও উল্লেখ করেন জার্মানির বিদেশমন্ত্রী৷