রেডি হচ্ছে চিনের Water Bomb! এক বার ফাটলেই শেষ...প্রমাদ গুনছে ভারত-বাংলাদেশ! কোন পথে আসতে পারে বিপদ?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রেডি হচ্ছে চিনের Water Bomb! এক বার ফাটলেই শেষ...প্রমাদ গুনছে ভারত-বাংলাদেশ! কোন পথে আসতে পারে বিপদ?
আনুষ্ঠানিকভাবে ভারত-তিব্বত সীমান্তের কাছে ব্রহ্মপুত্র নদীর উপরে বাঁধ তৈরি করা শুরু করে দিল চিন৷ প্রায় ১৬৭.৮ বিলিয়ন ডলার ব্যয়ে তৈরি হচ্ছে এই বাঁধ। চিনের সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রহ্মপুত্র নদী যা স্থানীয়ভাবে ইয়ারলুং সাংপো নামে পরিচিত, তার নিম্নগতিতে একটি বাঁধ তৈরি হচ্ছে৷ নিংচি শহরে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এই বাঁধ নির্মাণের কাজ শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা করেন। Generated image
advertisement
এই প্রকল্পে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র অন্তর্ভুক্ত থাকবে। ২০২৩ সালের একটি প্রতিবেদন অনুসারে, জলবিদ্যুৎ কেন্দ্রটি প্রতি বছর ৩০০ বিলিয়ন কিলোওয়াট আওয়ারেরও বেশি বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এবং চিনের বিদ্যুৎ নির্মাণ কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।Generated image
advertisement
খান্ডু 'পিটিআই ভিডিও'-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ইয়ারলুং সাংপো নদীর উপর বিশ্বের বৃহত্তম বাঁধ প্রকল্পটি গুরুতর উদ্বেগের বিষয়৷ কারণ, চিন আন্তর্জাতিক জল চুক্তিতে স্বাক্ষর করেনি৷ সেই কারণে, চিন যে আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে বাধ্য নয়, এটা মনে করাই যায়। আর সেটা হলে শুকিয়ে যেতে পারে বা প্লাবিত হতে পারে অরুণাচল থেকে বাংলাদেশ৷
advertisement
খান্ডু বলেছিলেন, "বিষয়টি হল চিনকে বিশ্বাস করা যায় না। কেউ জানে না তারা কখন কী করবে।" তিনি বলেছিলেন, "চিনের সামরিক হুমকি ছাড়াও, আমি মনে করি এটি অন্য যে কোনও সমস্যার চেয়ে বড় সমস্যা। এটি আমাদের উপজাতি অধ্যুষিত এলাকা এবং আমাদের জীবিকার জন্য অস্তিত্বের হুমকি তৈরি করতে চলেছে। এটি একটি অত্যন্ত গুরুতর সমস্যা কারণ চিন এটিকে এক ধরনের 'জল বোমা' হিসেবেও ব্যবহার করতে পারে।" Generated image