পিএলএ-এর তিব্বতের কম্যান্ডার ওয়াং হাইজাং দাবি করেছেন, এনবো ফাইট ক্লাবের সদস্যদের অন্তর্ভুক্তি সাংগঠনিক ভাবে তাঁদের বাহিনীর শক্তি অনেকটাই বৃদ্ধি করবে৷ তাঁদের এক জায়গা থেকে অন্যত্র দ্রুত সরাতেও সুবিধে হবে৷ এর পাশাপাশি শত্রুপক্ষকে দ্রুত জবাব দেওয়া এবং বাহিনীকে সাহায্য করার ক্ষেত্রেও এই নতুন নিয়োগ যথেষ্ট সাহায্য করবে৷প্রতীকী চিত্র, PHOTO- REUTERS