কোথাও বিচার চলাকালীন অ্যাটর্নি জেনারেলের জায়গায় বিড়াল বসে আছে। কোথাও BBC-র সাক্ষাৎকার চলাকালীন পিছনের বইয়ের তাকে উঁকি মারছে সেক্স টয়। কোথাও আবার রিপোর্টার হস্তমৈথুনে ব্যস্ত! কথাগুলি শুনতে উদ্ভট লাগলেও, একশো শতাংশ সত্যি। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও আবার অজান্তেই এই ধরনের লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এবার নজর দেওয়া যাক, ভিডিও কনফারেন্স চলাকালীন ব্যাকগ্রাউন্ডে চলা এমনই কিছু অদ্ভুত সব কাণ্ড-কারখানায়! যা জানার পর হাসি আটকানো অসম্ভব হয়ে উঠবে!
Zoom-এর মাধ্যমে টেক্সাসের জুডিসিয়াল ডিস্ট্রিক্ট কোর্টের ভার্চুয়াল শুনানি চলছিল। উপস্থিত ছিলেন বিচারপতি রয় ফার্গুসন (Roy Ferguson)। এমন সময়ে আইনজীবীদের পাশাপাশি ডানদিকের নিচের একটি ভিডিও উইন্ডোতে বিড়াল লক্ষ্য করা যায়। এই ভিডিও ঘিরেই পরে জোরদার বিতর্ক শুরু হয়। আসলে দেশের অ্যাটর্নি জেনারেল রড পন্টনের (Rod Ponton) জায়গায় ওই বিড়ালটিকে দেখা গিয়েছিল। অ্যাপের ক্যাট ফিল্টার অন হওয়ার জেরেই এই ঘটনা ঘটেছিল।
ড্যান ক্রাউড (Dan Crowd)। জুম মিটিংয়ের সময় নিজেরই ক্লোন ব্যাকগ্রাউন্ডে দাঁড় করিয়ে চমকে দেন বাকিদের। আসলে জুম ভিডিও অ্যাপে ব্যাকগ্রাউন্ড ফিচার কাস্টমের অপশন রয়েছে। যেখানে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড হিসেবে নিজের ভিডিও বা ছবি আপলোড করা যায়। আর সেই ফিচারের সুবিধা নিয়েই এই কাণ্ড ঘটান ড্যান। একদিকে মিটিং করছেন তিনি, অন্য দিকে আবার নিজেই পিছন থেকে হেঁটে আসছেন।
করোনার জেরে পুরো একটা বছর জুড়ে ওয়ার্ক ফ্রম চলেছে। এখনও অধিকাংশ জায়গায় ওয়ার্ক ফ্রম হোম জারি। সেই সূত্রে একটি ভার্চুয়াল মিটিংয়ে ঘটনাটি ঘটে। জুম কল চলার সময় The New Yorker-এর রিপোর্টারকে হস্তমৈথুন করতে দেখা যায়। এর জেরে জেফরি টুবিন (Jeffrey Toobin) নামে ওই সাংবাদিককে সাসপেন্ডও করা হয়। এই লজ্জাজনক ঘটনার জন্য পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন তিনি।
Zoom কল চলতেই চলতেই নোটিফিকেশন। আমেরিকার প্রাক্তন স্টেট সেক্রেটারি হিলার ক্লিন্টন (Hillary Rodham Clinton) ভিডিও কনফারেন্সে ব্যস্ত ছিলেন। কিন্তু Zoom অ্যাকাউন্টে আনলিমিটেড মিটিং টাইম ফিচার আপগ্রেড করানো ছিল না। এর জেরে হঠাৎই নোটিফিকেশন দেখা যায়। ভিডিও কলের উপর ভেসে ওঠে- Your meeting will end in 10 min।
পিপল ফর দ্য আমেরিকান ওয়ের (PFAW) পলিটিক্যাল ডিরেক্টর লিজেট ওক্যাম্পো (Lizet Ocampo)। একবার অফিস কর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। এমন সময় স্ন্যাপচ্যাট পট্যাটো ফিল্টার অন হয়ে যায়। একটা আস্ত আলুর মধ্যে শুধু চোখ আর ঠোঁট দেখা যাচ্ছিল। সব চেয়ে মজার বিষয় হল, বেশ কিছুক্ষণ ধরে ওই ফিল্টার অফ করার অপশন খুঁজে পাচ্ছিলেন না তিনি। এর জেরে পট্যাটো ফিল্টারেই চলতে থাকে মিটিং। পরে রাচেল ক্লেগ (Rachele Clegg) নামে এক অফিস কর্মীই Twitter-এ এই ছবিটি শেয়ার করেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে গিয়ে অনেক সময়ে নানা ধরনের ভুল হয়ে যায়। এর জেরে রীতিমতো বিপাকে পড়তে হয় অনেককে। এমনই একটি ঘটনা ঘটেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের (Imran Khan) দল পাকিস্তান তেহরিক -ই -ইনসাফের (Pakistan Tehreek-e-Insaf) সঙ্গে। ২০১৯ সালে দলের তরফে Facebook-এ একটি ভিডিও পোস্ট করা হয়। সেই সময় প্রশাসনিক বৈঠকের লাইভ সেশন চলছিল। ভিডিও চলাকালীন ভুল করেই ক্যাট ফিল্টার অন হয়ে যায়। এর জেরে প্রশাসনিক কর্তার মুখের যে অবস্থা হয়, তা আর বলার অপেক্ষা রাখে না!