Bullet Train: ট্রেনের নাম ‘Woosh’, ১৪০ কিমি দূরত্ব পাড়ি দিচ্ছে মাত্র ৩৬ মিনিটে, গতি ৩৫০/ঘণ্টা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bullet Train: প্রথম শ্রেণির জন্য একপিঠের ভাড়া ৩,০০,০০০ টাকা...
: দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন চালু করেছে ইন্দোনেশিয়া। ২ অক্টোবর থেকে শুরু হয়ে গেল দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুততম ট্রেনের পরিষেবা৷ এটি দেশটির রাষ্ট্রপতি জোকো "জোকোই" উইডোডো পতাকা নাড়িয়ে এই ট্রেন পরিষেবা শুরু করেন। এই ট্রেনটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং বান্দুংকে জুড়ে দিয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এর ভাড়া কত? ট্রেনে ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আলাদা ক্যাটাগরিতে আলাদা -আলাদা সুবিধা পাওয়া যায়। টিকিটের ভাড়া এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। সূত্রের খবর অনুসারে প্রথম শ্রেণির জন্য একপিঠের ভাড়া ৩,০০,০০০ টাকা (১৯.৪০ ডলার)। দ্বিতীয় শ্রেণির জন্য ভাড়া ২,৫০,০০০ টাকা। ট্রেনে তৃতীয় শ্রেণির ভিআইপি। এর আনুমানিক ভাড়া ৩,৫০,০০০ টাকা। যাত্রীদের ফিডার বাসের সার্ভিসও নিতে হতে পারে। যার ভাড়া ৫০ হাজার টাকা।
advertisement