Brazil Plane Crash: ব্রাজিলে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ! দোকানের উপর ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ১০
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Brazil plane crash: All 10 on board killed: ভেঙে গুড়িয়ে গেল দোকান বাড়ি। ১০ জন যাত্রী নিয়ে ব্যস্ত শহরের মাঝেই ভেঙে পড়ল বিমান। রবিবার দক্ষিণ ব্রাজিলের শহর গ্রামাদোতে দুর্ঘটনাটি ঘটেছে।
advertisement
রবিবার দক্ষিণ ব্রাজিলের গ্রামাদো অঞ্চলে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। পাশাপাশি ১৫ জনের বেশি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, বিমানটি প্রথমে একটি বাড়ির চিমনিতে ধাক্কা খেয়ে অন্য একটি বাড়ির দ্বিতীয় তলে ধাক্কা মারে। এরপর পাশের একটি মোবাইল ফোনের দোকানের উপর আছড়ে পড়ে। Photo: AP
advertisement
advertisement
advertisement
