পাকিস্তানে 'নিষিদ্ধ' সলমন খান! বালোচিস্তানকে 'স্বাধীন দেশ' বলায় কড়া পদক্ষেপ করল পাক প্রশাসন

Last Updated:
বালোচিস্তান নিয়ে মন্তব্য করায় এবারে পাকিস্তানের কোপে পড়লেন বলিউডের সুপারস্টার সলমন খান। বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসাবে উল্লেখ করেছিলেন সলমন খান।
1/7
সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে সলমান খান দাবি করেন, ২০০৮ সালে তাঁকে আইপিএল দলের মালিক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই সুযোগ তিনি নিজেই ফিরিয়ে দেন। কিন্তু কেন? তার পরও আর কখনও কেন সলমান আইপিএলে দল কেনার ব্যাপারে আগ্রহ দেখাননি!
বালোচিস্তান নিয়ে মন্তব্য করায় এবারে পাকিস্তানের কোপে পড়লেন বলিউডের সুপারস্টার সলমন খান। বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসাবে উল্লেখ করেছিলেন সলমন খান।
advertisement
2/7
সলমান এদিন অনুষ্ঠানে এসে বলেন, ২০০৮ সালেই আমার কাছে প্রস্তাব ছিল। তবে আইপিএলের দল কিনতে চাইনি। আর সেই সিদ্ধান্ত নিয়ে আমার কোনও অনুশোচনা নেই। বরং আমি খুশি।
সম্প্রতি সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সলমন। সেখানে ভারতীয় ছবির উন্নতি নিয়ে কথা বলছিলেন তিনি। তখনই বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করে বসেন ভাইজান।
advertisement
3/7
প্রশ্ন ৩: পাকিস্তানের জাতীয় খেলা কী? উত্তর: পাকিস্তানের জাতীয় খেলা হকি। এটি ১৯৪৮ সালে পাকিস্তান হকি ফেডারেশন গঠিত হওয়ার পর থেকেই জনপ্রিয়তা লাভ করে এবং ১৯৬০ সালে অলিম্পিকে সোনা জেতার পর এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয়। যদিও ক্রিকেটও পাকিস্তানে খুব জনপ্রিয়, তবে জাতীয় খেলা নয়।
এই মন্তব্যের জন্য এ বার সলমনকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিল পাক সরকার। এমনকি, বলিউড তারকাকে নিষিদ্ধ ঘোষণাও করেছে তারা।
advertisement
4/7
সলমানের হাতে যে আংটি দেখা যাচ্ছে সেটি চৌকো। চৌকো নীলা কেরিয়ারে উন্নতি ও হারানো জনপ্রিয়তা ফেরাতে ধারণ করা হয়। সলমন এই আংটি পরেছেন মধ্যমায়। অর্থাৎ, তিনি শনিদেবকে শান্ত করতেই এটি ধারণ করেছেন বলা যায়।
সলমনের এই মন্তব্যের পরে খুশি হয়েছিলেন বালোচ নেতারা। এমনকি, সলমনকে তাঁরা ধন্যবাদ পর্যন্ত জানিয়েছিলেন। তার পরেই পাকিস্তানের সন্ত্রাসদমন শাখা সলমনকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে।
advertisement
5/7
ভক্তরা চাইলেও সলমান-শাহরুখ দ্বৈরথ কখনও ক্রিকেট মাঠে দেখা যায়নি। সেটা সম্ভব হত যদি সলমান আইপিএলে দল কিনতেন! তবে সলমান এবার যা বললেন তাতে বলাই যায়, আইপিএলে সলমান ও শাহরুখের দলের লড়াই কখনও দেখা যাবে না।
সলমন ঠিক কী বলেছিলেন? সলমন বলেছিলেন, “হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই হবে। এমনকি, তামিল, তেলুগু, মালয়ালি ছবিও এখানে মুক্তি পেলে একশো কোটি টাকার ব্যবসা তো করবেই। কারণ, ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন। যেমন বালোচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন। সকল দেশের মানুষ এখানে কাজ করছেন।”
advertisement
6/7
বলিউড তারকা সলমন খানকে কখনও আইপিএল দল কেনার ব্যাপারে উৎসাহী বলে দেখা যায়নি। শাহরুখ খান, প্রীতি জিন্টার মতো তারকারা আইপিএলে দল কিনেছেন। এমনকী আরও অনেক বলিউড স্টার আইপিএলে দল কিনতে চেয়েছিলেন বলে শোনা যায়। তবে সুযোগ ও অর্থের অভাবে কিনতে পারেননি। কিন্তু এই ব্যাপারে সলমান ব্যতিক্রম।
মুখ ফসকে সলমন এই মন্তব্য করেছেন, না কি জেনেবুঝেই বলেছেন, তা নিয়েও দীর্ঘ তরজা চলছে। তবে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি সলমন। এই মন্তব্যের জন্য তাঁকে বালোচ নেতা মীর ইয়ার বালোচ কৃতজ্ঞতা জানিয়েছেন। বালোচ নেতার দাবি, সলমন তাঁদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছেন।
advertisement
7/7
প্রশ্ন ৯: পাকিস্তানের বৃহত্তম শহর কোনটি? উত্তর: পাকিস্তানের বৃহত্তম শহর করাচি।
উল্লেখ্য, পাকিস্তান-বালোচিস্তান বিতর্ক চলছে বহু দিন ধরেই। বালোচিস্তান স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায়। কিন্তু পাকিস্তান সরকারের দাবি, তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বালোচিস্তান। তাই সলমনের মন্তব্য এই বিতর্কে আগুনে ঘি ঢেলেছে।
advertisement
advertisement
advertisement