

কাল থেকে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচন। বিজেপি বনাম মহাজোটের লড়াইয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। তবে এই মুহূর্তে নরেন্দ্র মোদির উপরেই আস্থা রাখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।


একটি সাংবাদিক সম্মেলনে ইমরান জানিয়েছেন লোকসভা নির্বাচনের পর মোদি ক্ষমতায় ফিরলে একমাত্র শান্তি আলোচনা আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব । তিনি আরও জানিয়েছেন কংগ্রেসের নেতৃত্বের জোট সরকার হয়তো পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতায় আসতে চাইবে না; হয়তো বিজেপির মত দক্ষিণপন্থী একটি দল এলেই কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান হওয়া সম্ভব।


ইমরানের মতে ভারতের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক; ভয় ও জাতীয়তাবাদকে হাতিয়ার করে দেশীয় রাজনীতি চলছে যা গ্রহণযোগ্য নয় কিন্তু একমাত্র বিজেপি সরকার এলেই কাশ্মীর সমস্যার সহজ সমাধান হওয়া সম্ভব । মোদি জিতলেই শান্তি আলোচনা এগোবে,মত ইমরানের।


১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্কে চিড় ধরেছে । যদিও এই হামলার নেপথ্যে থাকার অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে দু'দেশের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছে গিয়েছে ।


ইমরানের মতে জাতীয়তাবাদি আবেগকে আঁকড়ে ধরেই ভোট চাইছেন মোদি তথা বিজেপি । কিছুদিন আগেই পাক-বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশী জানিয়েছিলেন পাকিস্তানে ফের হামলা চালাতে পারে ভারত তবে সেই দাবি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি ।