ISKCON Monk in Bangladesh: বাংলাদেশের সাধুদের দেওয়া হোক আইনি সহায়তা, ISKCON সাধু উকিল না পাওয়ায় আমেরিকা যা বলল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ISKCON Monk in Bangladesh: আমেরিকা রেগে গেছে বাংলাদেশের পরিস্থিতিতে এভাবে হিন্দু সাধুদের বিচার ছাড়া বন্দি রাখা যায় না
ঢাকা: বাংলাদেশকে চরম হুঁশিয়ারি, হিন্দু সাধুদের অধিকার রক্ষায় আসরে নামল মার্কিন যুক্তরাষ্ট্র৷ বৃহস্পতিবার নিজেদের এই কথা জানিয়েছে আমেরিকা৷ মৌলিক মানবাধিকার নীতির সঙ্গে সঙ্গতি রেখে সমস্ত বন্দিদের জন্য ‘উপযুক্ত’ আইনি সহায়তা দেওয়া নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে৷ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এই কথা বলেছেন, মঙ্গলবার চট্টগ্রামের একটি আদালতে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের শুনানি স্থগিত হয়ে যাওয়ার খবররে ভিত্তিতে৷
advertisement
advertisement
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রতিবেদককে এই সন্ন্যাসী সম্পর্কে মার্কিন প্রতিক্রিয়া জানতে চাওয়ার পর এই কথা বলেন৷ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয় এবং এই মুহূর্তে তিনি জেলবন্দি৷ তাঁরই মামলায় হিয়ারিংয়ের জন্য বাংলাদেশে ‘ইচ্ছুক আইনজীবী’ খুঁজে পাননি।
advertisement
advertisement
বেদান্ত প্যাটেল বলেন, যে কোনও ধরনের প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া প্রয়োজন এবং যে কোনও দেশ বিরোধী মুভমেন্ট ভাঙার সময়, সরকারকে অবশ্যই আইনের শাসন বজায় রেখেই সব কিছু করতে হবে৷ পাশাপাশি তিনি জোর দিয়েছেন রাষ্ট্রকে মৌলিক মানবাধিকার সমুন্নত রাখতে হবে। তিনি আরও জোর দিয়ে বলেন যে এটি এমন কিছু যা নিয়ে আমেরিকা চাপ বজায় রাখবে৷
advertisement
advertisement
চিন্ময় কৃষ্ণের গ্রেফতার এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচারের খবরে ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যে জাতীয় ঐক্য খোঁজার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামি লিগ ছাড়া সব দলের সদস্যদের সঙ্গে বুধবার তার বৈঠকের পর এই কথা বলা হয় বাংলাদেশের পক্ষ থেকে৷ ইউনুস হিন্দুদের নিগ্রহ ও আক্রমণের খবরকে ‘প্রপাগান্ডা’ বলে খারিজ করে দেন৷ রাজনীতিবিদদের তিনি উস্কানিতে পা দেওয়া বা প্ররোচিত করা থেকে দূরে থাকার পরামর্শ দেন৷
advertisement