Bangladesh News: উৎসবের মরশুমের আগে বাঙালির সংসারে বড় ধামাকা! জিভে জল! পাত উপচে পড়বে ডিমওয়ালা ইলিশে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bangladesh News: বর্ষা মঙ্গলে এবার 'ইলিশমঙ্গল'। ভরা বর্ষায় জালে (Bangla News) প্রতিদিন ধরা পড়ছে গোলগাল রুপোলি শস্য, ডিমওয়ালা ইলিশ (Hilsa)।
advertisement
আশ্বিনী পূর্ণিমার সময় প্রধান প্রজনন মরশুম হিসেবে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ (Hilsa) ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকবে মোহনায়। ইলিশের ভরা প্রজনন ও ডিম ছাড়ার সময়ের আগেই এবার ডিম ছাড়তে ঝাঁকে ঝাঁকে ইলিশ মেঘনার এসব অঞ্চলে(Bangladesh News) উঠে আসছে। আর এতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এদিকে গত দুদিন ধরে ঝাঁকের ইলিশ ধরা পড়তে শুরু করায় সাধারণ জেলেরা এই কদিনে ঘাটতি পুষিয়ে নিতে দিনরাত মেঘনায় জাল ফেলছেন। মৎস্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, ইলিশ রক্ষায় আশ্বিনী পূর্ণিমার সময় প্রধান প্রজনন মরশুম হিসেবে বিবেচনা করে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন এ অঞ্চলের ইলিশ চ্যানেলে মাছ ধরা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এর পর ১ নভেম্বর থেকে ৬ মাসের জন্য ঝাটকা ধরা আইন বলবৎ থাকবে।
advertisement
advertisement
advertisement