Bangladesh : বানভাসি বাংলাদেশ! ৬ রোহিঙ্গা সহ মৃত ২২, জলবন্দি লক্ষাধিক মানুষ...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bangladesh : নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে প্রায় তিন লক্ষ ছয়হাজার মানুষকে। তবে এখনও জলবন্দি রয়েছেন প্রায় দুই লক্ষেরও বেশি মানুষ।
একে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে নাজেহাল অবস্থা তার ওপর গত চারদিনের প্রবল বৃষ্টি ও ধসের জেরে বিপর্যস্ত বাংলাদেশ জনজীবন। ধস ও হড়পা বানে প্রাণ হারাল কমপক্ষে ৬ জন রোহিঙ্গা সহ মোট ২২ জন। টানা চারদিনের বৃষ্টির ফলে তৈরি হওয়া বন্যা পরিস্থিটি ও ধসে কক্সবাজারে জেলার ৯টি উপজেলার পাঁচশো গ্রামের অন্তত দুই লক্ষ মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। গ্রামগুলিতে দেখা দিয়েছে খাদ্য ও পানীয় জলের সংকট। রাস্তা ভেঙে যাওয়ায় ও জলে তলিয়ে যাওয়ায় বাইরের জগতের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকাগুলির।
advertisement
প্রকৃতির বিরূপ অবস্থার কারণে টানা চারদিনের বৃষ্টিতে ভেঙে পড়েছে বাংলাদেশের জনজীবন। কক্সবাজারে রাস্তা ভেঙে গিয়ে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ হারিয়েছেন বহু মানুষ। প্রায় দশ হাজার রোহিঙ্গাকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার পর ইউএসএড সংস্থা এবং রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক শাখা তাঁদের খাদ্য সরবহার করছে। একসময় পালিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে (bangladesh) এসে আশ্রয় নিয়েছিল প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা শরণার্থী। তাঁদের কক্সবাজারের উখিয়ায় শিবির তৈরি করে রাখা হয়েছে।
advertisement
বাংলাদেশের এই পরিস্থিতির বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, গত চার দিন ধরে প্রায় ৩৯২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বন্যার জল এবং ধসের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে ৯ টি উপজেলার ৫২ টি ইউনিয়নে ৭৬ হাজার ৫০০ পরিবার। নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে প্রায় তিন লক্ষ ছয়হাজার মানুষকে। তবে এখনও জলবন্দি রয়েছেন প্রায় দুই লক্ষেরও বেশি মানুষ।
advertisement
advertisement
ধসের কবলে পড়ে ও নানা দুর্ঘটনায় জন প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। এর মধ্যে ২৭ জুলাই পাহাড় ধসে ও বানের জলে ছয় রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়। একই দিন মহেশখালিতে বাড়ির দেয়ালচাপায় এক মহিলা ও টেকনাফে পাহাড়ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়। জলে তলিয়ে গিয়েছে ৫ হাজার ৭৫৯ হেক্টর চাষের জমি। গত চারদিনে জেলার বিভিন্ন স্থানে ধস ও জলে ভেসে ভেসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।