• আবারও উৎসস্থল চিন । নতুন একটি ভাইরাসের আক্রমণের খবর পাওয়া যাচ্ছে পূর্ব চিনের ঝিয়াঙ্গসু প্রদেশে ।
• এই ভাইরাসটির নাম SFTS ভাইরাস। যা টিক বা এঁটুলি জাতীয় পোকার মাধ্যমে ছড়ায়।
• ইতিমধ্যেই এই ভাইরাসের আক্রমণে প্রাণ গিয়েছে ৭জনের। আক্রান্ত ৬০ জন ।
• ঝিয়াঙ্গসু-র রাজধানী নানঝিঙ্গয়ে প্রথম এক মহিলার দেহে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা যায় ।
• জ্বর, সর্দি-কাশির সঙ্গে সঙ্গেই রক্তকণিকা দ্রুত কমতে শুরু করে তাঁর শরীরে । তবে মাস খানেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি সুস্থ হয়ে যান।
• এরপর আরও অনেকের শরীরে একই নমুনার দেখা মেলে। নূন্যতম ৭জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসের আক্রমণে ।
• বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ভাইরাস টিকের মাধ্যমেই মানবদেহে সংক্রমিত হয়। এছাড়াও রক্ত এবং হাসি-কাশির মাধ্যমেও ছড়াতে পারে এই ভাইরাস ।
...