Anita Anand: বাবা তামিল, মা পঞ্জাবি, লেখাপড়ায় তুখোড়- প্রফেসার, উকিল, রিসার্চার, চার সন্তানের মা কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে হিন্দু অনিতা আনন্দ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Anita Anand: লেখাপড়ায় তুখোড়, শিক্ষক, তার সঙ্গে প্রশাসনিক স্কিলেও অসাধারণ, সেনাবাহিনীর যৌন অনিয়মিত জীবনচর্যাকে পরিয়েছিলেন লাগাম৷
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের যা খবর তা অনুসারে, ভারতীয় বংশোদ্ভূত নেতা অনিতা আনন্দ প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার। তাঁর বাবা তামিলনাড়ুর এবং মা পঞ্জাবের বাসিন্দা। আনন্দের আরও দুই বোন আছে - গীতা আনন্দ, টরন্টোর একজন আইনজীবী এবং সোনিয়া আনন্দ, একজন চিকিৎসক এবং ম্যাকমাস্টার ইউনিভার্সিটির গবেষক।
advertisement
কানাডার সর্বশেষ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিবারেল পার্টির নেতা এবং প্রধানমন্ত্রীর পদ থেকে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। তবে লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন। তিনি লিবারল পার্টির নতুন নেতা বেছে নিতে পারেন। অনিতা আনন্দ কানাডার বর্তমান পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রী। অনিতা ইন্দিরা আনন্দের জন্ম নোভা স্কটিয়ার কেন্টভিলে। তার বাবা-মা ছিলেন ভারতীয় চিকিৎসক।
advertisement
advertisement
তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাবলিক সার্ভিসেস এবং প্রকিউরমেন্ট মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং ট্রেজারি বোর্ডের সভাপতি এবং জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। পাবলিক সার্ভিস এবং প্রকিউরমেন্ট মন্ত্রী হিসাবে, আনন্দ COVID-19 মহামারী চলাকালীন কানাডিয়ানদের জন্য ভ্যাকসিন, ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম এবং দ্রুত পরীক্ষার জন্য চুক্তির আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement