Air India Boeing 787 flight: থরথর কাঁপুনি, মাঝ-আকাশে ফাঁক হয়ে গেল বিমানের দরজা, শোঁ শোঁ হাওয়ার গর্জন...আহমেদাবাদ দুর্ঘটনার আগের এয়ার ইন্ডিয়ার ঘটনা প্রকাশ্যে

Last Updated:
দিল্লি থেকে হংকং-গামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ-আকাশে আতঙ্ক ছড়ায়, টেক-অফের প্রায় এক ঘণ্টা পর বোয়িং ৭৮৭-এর একটি দরজা কেঁপে ওঠে, সঙ্গে শোঁ-শোঁ আওয়াজ, হাওয়ার গর্জন।
1/6
মাঝ আকাশে আচমকাই ফাঁক হয়ে যায় বিমানের দরজা, সেই দরজা দিয়ে তখন বিমানের অন্দরে হু হু করে ঢুকছে হাওয়া, হাওয়ার দাপটে থরথরিয়ে কাঁপছে বিমানের দরজা! হাওয়ার বিকট শব্দ আর ঝাপটায় তখন বিমান যাত্রীদের আতঙ্গে আত্মারাম খাঁচাছাড়া অবস্থা! আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে! এর মধ্যেই সামনে এল এয়ার ইন্ডিয়ার-ই আর এক বিমানের ভয়াবহ অবস্থার কথা। Image: News18
মাঝ আকাশে আচমকাই ফাঁক হয়ে যায় বিমানের দরজা, সেই দরজা দিয়ে তখন বিমানের অন্দরে হু হু করে ঢুকছে হাওয়া, হাওয়ার দাপটে থরথরিয়ে কাঁপছে বিমানের দরজা! হাওয়ার বিকট শব্দ আর ঝাপটায় তখন বিমান যাত্রীদের আতঙ্গে আত্মারাম খাঁচাছাড়া অবস্থা! আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে! এর মধ্যেই সামনে এল এয়ার ইন্ডিয়ার-ই আর এক বিমানের ভয়াবহ অবস্থার কথা।Image: News18
advertisement
2/6
এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে যখন গোটা বিশ্বে শোরগোল, তখনই প্রকাশ্যে এল এয়ার ইন্ডিয়ার এক আন্তর্জাতিক বিমানের গায়ে কাঁটা দেওয়া ঘটনা। এই ঘটনাটি আহমদাবাদ দুর্ঘটনার ১২ দিন আগের! ঘটনাচক্রে, ওই কাণ্ডটিও ঘটে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-তে। ঠিক কী হয়েছিল? Image: News18
এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে যখন গোটা বিশ্বে শোরগোল, তখনই প্রকাশ্যে এল এয়ার ইন্ডিয়ার এক আন্তর্জাতিক বিমানের গায়ে কাঁটা দেওয়া ঘটনা। এই ঘটনাটি আহমদাবাদ দুর্ঘটনার ১২ দিন আগের! ঘটনাচক্রে, ওই কাণ্ডটিও ঘটে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-তে। ঠিক কী হয়েছিল?Image: News18
advertisement
3/6
১ জুন দিল্লি থেকে হংকং-গামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ-আকাশে আতঙ্ক ছড়ায়, টেক-অফের প্রায় এক ঘণ্টা পর বোয়িং ৭৮৭-এর একটি দরজা কেঁপে ওঠে, সঙ্গে শোঁ-শোঁ আওয়াজ, হাওয়ার গর্জন। কেবিন ক্রুরা দ্রুত দরজার উপরের সামান্য ফাঁকে কাগজের ন্যাপকিন গুঁজে দিয়ে ও দরজাটি চেপে ধরে শব্দ ও কাঁপুনি কমানোর চেষ্টা করেন। Image: News18
১ জুন দিল্লি থেকে হংকং-গামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ-আকাশে আতঙ্ক ছড়ায়, টেক-অফের প্রায় এক ঘণ্টা পর বোয়িং ৭৮৭-এর একটি দরজা কেঁপে ওঠে, সঙ্গে শোঁ-শোঁ আওয়াজ, হাওয়ার গর্জন। কেবিন ক্রুরা দ্রুত দরজার উপরের সামান্য ফাঁকে কাগজের ন্যাপকিন গুঁজে দিয়ে ও দরজাটি চেপে ধরে শব্দ ও কাঁপুনি কমানোর চেষ্টা করেন।Image: News18
advertisement
4/6
জানা যায়, ওই অবস্থাতেই বিমানটি গন্তব্যে পৌঁছোয়। নিরাপদে অবতরণ করে হংকং বিমানবন্দরে। তবে মাঝআকাশে বিমানের দরজা ফাঁক হয়ে যাওয়ার ঘটনা এই নতুন নয়। এর আগে অন্তত তিনবার এমন ঘটনা ঘটেছে। প্রথমটি ২০১৯ সালে জাপান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, এরপর ২০২২ সালে জার্মান সংস্থা টুই এয়ারলাইন্স এবং আমেরিকান এয়ারলাইন্সের দুটি বিমানে। এই তিনটি ক্ষেত্রেই, সমস্যা দেখা দেওয়ার পর ফ্লাইটগুলি তাদের উড়ান শুরুর পর এয়ারপোর্টে ফিরে যেতে বাধ্য হয়। Image: News18
জানা যায়, ওই অবস্থাতেই বিমানটি গন্তব্যে পৌঁছোয়। নিরাপদে অবতরণ করে হংকং বিমানবন্দরে। তবে মাঝআকাশে বিমানের দরজা ফাঁক হয়ে যাওয়ার ঘটনা এই নতুন নয়। এর আগে অন্তত তিনবার এমন ঘটনা ঘটেছে। প্রথমটি ২০১৯ সালে জাপান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, এরপর ২০২২ সালে জার্মান সংস্থা টুই এয়ারলাইন্স এবং আমেরিকান এয়ারলাইন্সের দুটি বিমানে। এই তিনটি ক্ষেত্রেই, সমস্যা দেখা দেওয়ার পর ফ্লাইটগুলি তাদের উড়ান শুরুর পর এয়ারপোর্টে ফিরে যেতে বাধ্য হয়।Image: News18
advertisement
5/6
গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার এই বোয়িং ৭৮৭ বিমানটি ওড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে। অহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে, মৃত্যু হয় পাইলট-সহ ২৭৪ জনের।Image: News18
গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার এই বোয়িং ৭৮৭ বিমানটি ওড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে। অহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে, মৃত্যু হয় পাইলট-সহ ২৭৪ জনের।Image: News18
advertisement
6/6
যদিও পাইলটদের দাবি,মাঝ-আকাশে বিমানের দরজা ফাঁক হয়ে যাওয়ার মতো ঘটনা যাত্রীদের কাছে ভীতিকর মনে হতে পারে, কিন্তু বিমানের দরজা থেকে হিসহিস শব্দ শোনা গেলেও তা উড়ানের নিরাপত্তার ক্ষেত্রে বড় কোনও ঝুঁকি তৈরি করে না, এবং বিমানের দরজা মাঝ আকাশে কখনওই খুলে যায় না।Image: News18
যদিও পাইলটদের দাবি,মাঝ-আকাশে বিমানের দরজা ফাঁক হয়ে যাওয়ার মতো ঘটনা যাত্রীদের কাছে ভীতিকর মনে হতে পারে, কিন্তু বিমানের দরজা থেকে হিসহিস শব্দ শোনা গেলেও তা উড়ানের নিরাপত্তার ক্ষেত্রে বড় কোনও ঝুঁকি তৈরি করে না, এবং বিমানের দরজা মাঝ আকাশে কখনওই খুলে যায় না।Image: News18
advertisement
advertisement
advertisement