Rabbit Fever: এইচএমপির পর আমেরিকায় ভয় ধরাচ্ছে 'র‍্যাবিট ফিভার', ভারতের জন্য কতটা চিন্তার?

Last Updated:
আমেরিকা জুড়ে হানা দিয়েছে ‘র‌্যাবিট ফিভার’। রোগটির নাম টুলারেমিয়া। শিশু থেকে বয়স্ক— অনেকের শরীরেই হানা দিয়েছে এই রোগ।
1/10
rabit fever, rabit fever in us, rabit fever in america,  HMPV Virus Cases, HMPV Virus Cases in india, HMPV Virus Cases in china, HMPV symptoms, china virus, hmpv cases, china hmpv virus, HMPV positive cases in India, HMPV positive children, Nagpur HMPV cases, Bengaluru HMPV cases, Gujarat HMPV cases, Tamil Nadu HMPV cases, Kolkata HMPV cases
হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে আতঙ্কের গ্রাস করছে বিশ্ব জুড়েই। চিনের পরে ভারতেও এই রোগ হানা দিয়েছে বলে খবর। এমনকি কলকাতা শহরেও এক শিশুর শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। এরই মধ্যে ফের এক প্রকার ভাইরাস নিয়ে হইচই শুরু হয়েছে। প্রতীকী ছবি
advertisement
2/10
rabit fever, rabit fever in us, rabit fever in america,  HMPV Virus Cases, HMPV Virus Cases in india, HMPV Virus Cases in china, HMPV symptoms, china virus, hmpv cases, china hmpv virus, HMPV positive cases in India, HMPV positive children, Nagpur HMPV cases, Bengaluru HMPV cases, Gujarat HMPV cases, Tamil Nadu HMPV cases, Kolkata HMPV cases
আমেরিকা জুড়ে হানা দিয়েছে ‘র‌্যাবিট ফিভার’। রোগটির নাম টুলারেমিয়া। শিশু থেকে বয়স্ক— অনেকের শরীরেই হানা দিয়েছে এই রোগ। প্রতীকী ছবি
advertisement
3/10
rabit fever, rabit fever in us, rabit fever in america,  HMPV Virus Cases, HMPV Virus Cases in india, HMPV Virus Cases in china, HMPV symptoms, china virus, hmpv cases, china hmpv virus, HMPV positive cases in India, HMPV positive children, Nagpur HMPV cases, Bengaluru HMPV cases, Gujarat HMPV cases, Tamil Nadu HMPV cases, Kolkata HMPV cases
কী এই র‌্যাবিট ফিভার?র‌্যাবিট ফিভার ভাইরাস ঘটিত রোগ নয়। এর পিছনে রয়েছে এক অতি সংক্রামক ব্যাক্টেরিয়া, যার নাম ফ্রান্সিসেল্লা টুলারেনসিস। আমেরিকার 'সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন' (সিডিসি)-র তথ্য অনুযায়ী, খরগোশ, ইঁদুর জাতীয় প্রাণী থেকে এই ব্যাক্টেরিয়া ছড়ায়। প্রতীকী ছবি
advertisement
4/10
rabit fever, rabit fever in us, rabit fever in america,  HMPV Virus Cases, HMPV Virus Cases in india, HMPV Virus Cases in china, HMPV symptoms, china virus, hmpv cases, china hmpv virus, HMPV positive cases in India, HMPV positive children, Nagpur HMPV cases, Bengaluru HMPV cases, Gujarat HMPV cases, Tamil Nadu HMPV cases, Kolkata HMPV cases
এই সব প্রাণীর শরীরে ব্যাক্টেরিয়া বাসা বাঁধে। সেখান থেকে মাছি বা কোনও পতঙ্গের মাধ্যমে জীবাণু মানুষের শরীরে ঢুকতে পারে। প্রাণীর দেহাবশেষ, মলমূত্র থেকেও ব্যাক্টেরিয়া ছড়ায়। খামারে যাঁরা খরগোশ প্রতিপালন করেন, তাঁদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। পোষ্য খরগোশ থেকেও রোগ ছড়াতে পারে। প্রতীকী ছবি
advertisement
5/10
rabbit fever, rabbit fever in us, rabbit fever in america,  HMPV Virus Cases, HMPV Virus Cases in india, HMPV Virus Cases in china, HMPV symptoms, china virus, hmpv cases, china hmpv virus, HMPV positive cases in India, HMPV positive children, Nagpur HMPV cases, Bengaluru HMPV cases, Gujarat HMPV cases, Tamil Nadu HMPV cases, Kolkata HMPV cases
প্রাণীদের পাশাপাশি সংক্রমণ ঘটতে পারে মানুষের শরীরেও। আক্রান্তের হাঁচি-কাশি, থুতু-লালার মাধ্যমে খুব দ্রুত এক জনের থেকে অন্য জনের শরীরে ছড়াতে পারে এই রোগ। প্রতীকী ছবি
advertisement
6/10
rabit fever, rabit fever in us, rabit fever in america, HMPV Virus Cases, HMPV Virus Cases in india, HMPV Virus Cases in china, HMPV symptoms, china virus, hmpv cases, china hmpv virus, HMPV positive cases in India, HMPV positive children, Nagpur HMPV cases, Bengaluru HMPV cases, Gujarat HMPV cases, Tamil Nadu HMPV cases, Kolkata HMPV cases
র‌্যাবিট ফিভারের উপসর্গ ভয়ঙ্কর হতে পারেসাধারণত জ্বর, বমি, পেটখারাপ, গলাব্যথা, শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে ত্বকে র‌্যাশ, ফুস্কুরি বা ত্বকের সংক্রমণও দেখা দিতে পারে। টুলারেমিয়ায় আক্রান্তদের বুকে ব্যথা, শ্বাসকষ্টের উপসর্গও দেখা গিয়েছে। প্রতীকী ছবি
advertisement
7/10
HMPV outbreak, China, Health Ministry, viruses in circulation, viral infections, HMPV virus, respiratory infections, health alert, HMPV transmission, health concerns, virus spread, India health advisory, viral outbreak, unusual viruses, HMPV symptoms, Chinese virus outbreak, public health, এইচএমপিভি প্রাদুর্ভাব, চীন, স্বাস্থ্য মন্ত্রণালয়, ভাইরাস প্রচলনে রয়েছে, ভাইরাল সংক্রমণ, এইচএমপিভি ভাইরাস, শ্বাসযন্ত্রের সংক্রমণ, স্বাস্থ্য সতর্কতা, এইচএমপিভি সংক্রমণ, স্বাস্থ্য উদ্বেগ, ভাইরাস ছড়ানো, ভারতীয় স্বাস্থ্য পরামর্শ, ভাইরাল প্রাদুর্ভাব, অস্বাভাবিক ভাইরাস, এইচএমপিভি উপসর্গ, চীনা ভাইরাস প্রাদুর্ভাব, জনস্বাস্থ্য, HMPV,China,virus outbreak,influenza A,Mycoplasma pneumoniae,pneumonia,respiratory diseases, China New Virus HMPV News, China News, China Virus, Covid19, HMPV Virus, Human metapneumovirus, China COVID-19, human metapneumovirus, mysterious virus China, human metapneumovirus, HMPV RNA virus, What is HMPV
সিডিসি জানিয়েছে, ব্যাক্টেরিয়ার সংক্রমণ বাড়াবাড়ি পর্যায়ে গেলে ত্বকের আলসার হতে পারে, যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘আলসেরোগ্ল্যান্ডুলার টুলারেমিয়া।’ এতে শরীরের লসিকা গ্রন্থিগুলি ফুলে যেতে পারে। প্রতীকী ছবি
advertisement
8/10
চোখেও সংক্রমণ হতে পারে। চোখে ফুলে যাওয়া, লাল হয়ে ওঠা, দৃষ্টি ক্ষীণ হতে পারে। যাকে বলা হয় ‘অকুলোগ্ল্যান্ডুলার টুলারেমিয়া।’ প্রতীকী ছবি
চোখেও সংক্রমণ হতে পারে। চোখে ফুলে যাওয়া, লাল হয়ে ওঠা, দৃষ্টি ক্ষীণ হতে পারে। যাকে বলা হয় ‘অকুলোগ্ল্যান্ডুলার টুলারেমিয়া।’ প্রতীকী ছবি
advertisement
9/10
নিউমোনিয়ার লক্ষণও দেখা দিতে পারে। সে ক্ষেত্রে বুকে ব্যথা, শ্বাসকষ্ট হতে পারে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে ‘নিউমোনিক টুলারেমিয়া’। এই রোগ হলে রোগীকে ভেন্টিলেশনেও রাখতে হতে পারে। প্রতীকী ছবি
নিউমোনিয়ার লক্ষণও দেখা দিতে পারে। সে ক্ষেত্রে বুকে ব্যথা, শ্বাসকষ্ট হতে পারে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে ‘নিউমোনিক টুলারেমিয়া’। এই রোগ হলে রোগীকে ভেন্টিলেশনেও রাখতে হতে পারে। প্রতীকী ছবি
advertisement
10/10
টুলারেমিয়া থেকে বাঁচতে পরিচ্ছন্নতায় জোর দিতে বলছেন চিকিৎসকেরা। বাইরে বেরোলে মাস্ক পরা জরুরি। বার বার হাত ধুতে হবে। আক্রান্তের থেকে দূরে থাকাই ভাল। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে। রাস্তাঘাটে কাটা ফল, স্যালাড, ঠান্ডা পানীয়ও এড়িয়ে চলতেই বলছেন চিকিৎসকেরা। প্রতীকী ছবি
টুলারেমিয়া থেকে বাঁচতে পরিচ্ছন্নতায় জোর দিতে বলছেন চিকিৎসকেরা। বাইরে বেরোলে মাস্ক পরা জরুরি। বার বার হাত ধুতে হবে। আক্রান্তের থেকে দূরে থাকাই ভাল। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে। রাস্তাঘাটে কাটা ফল, স্যালাড, ঠান্ডা পানীয়ও এড়িয়ে চলতেই বলছেন চিকিৎসকেরা। প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement