• এসটেল্লি বলেন, ‘‘আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না ৷ মনে হচ্ছিল প্রায় মরেই যাব ৷’’ তবে ওই তরুণীর দাবি, তিনি নিয়ম ডাই করার নিয়ম মেনে প্রথমে হাতে প্যাচ টেস্ট করেছিলেন ৷ কিন্তু মাথায় রং লাগানোর সঙ্গে সঙ্গে খুব অস্বস্তি হতে শুরু করে ৷ তৎক্ষণাৎ সেটি ফুলে যায় ৷ এমনকি জিভও ফুলে যেতে শুরু করে ৷