

*নৃশংস ঘটনাটি ঘটেছে পাকিস্থানের লাহোরের রাইউইন্ড প্রদেশে। সংবাদমাধ্যম Geo News-সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরের সঙ্গে খেলা নিয়ে বচসা হয়েছিল এক বন্ধুর। মৃত কিশোর তখন সেই বন্ধুকে ব্লক করে দেয়। প্রতীকী ছবি।


*প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বন্ধুর প্রতি চরম আক্রোশে এই চরম কাণ্ড ঘটিয়েছে মূল অভিযুক্ত। পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ চারজনকে গ্রেফতার করেছে। প্রতীকী ছবি।


*পাকিস্থানের সংবাস মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ১৩ জানুয়ারি কিশোরকে অপহরণ করা হয়েছিল। তারপর বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল সে। পুলিশের কাছে পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। প্রতীকী ছবি।


*বহু তল্লাশির পরে শেখুপুরা এলাকা থেকে কিশোরের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, অপহরণের পরে মতিত কিশোরকে প্রথমে নানকানা শাহিবয়ে নিয়ে গিয়েছিল অভিযুক্তেরা। সেহানে ধর্ষণের পরে খুন করা হয় তাঁকে। প্রতীকী ছবি।