ধোনির বাড়িতে ‘লাঞ্চে’ হাজির এক বিশেষ অতিথি, ছবি পোস্ট করে খবর জানালেন সোশ্যাল মিডিয়ায়

Last Updated:
1/5
ভারতীয় ক্রিকেটে সচিনের মতোই তাঁর জনপ্রিয়তা ৷ তারকার তকমা পেরিয়ে লেজেন্ডের তকমা পেয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি ৷ সারা ভারত কেন বিশ্বের নানা জায়গায় ক্রিকেটপ্রেমীই তাঁর ফ্যান ৷ তাঁর সঙ্গে একটু সময় কাটানোর স্বপ্ন হয়ত আপনিও দেখেন ৷ File Photo
ভারতীয় ক্রিকেটে সচিনের মতোই তাঁর জনপ্রিয়তা ৷ তারকার তকমা পেরিয়ে লেজেন্ডের তকমা পেয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি ৷ সারা ভারত কেন বিশ্বের নানা জায়গায় ক্রিকেটপ্রেমীই তাঁর ফ্যান ৷ তাঁর সঙ্গে একটু সময় কাটানোর স্বপ্ন হয়ত আপনিও দেখেন ৷ File Photo
advertisement
2/5
কিন্তু কথা যখন লেডেন্ডের হচ্ছে, তখন ফ্যানটাও তো আর ‘আম’ হলে চলবে না ৷ সেটাও সুপার ফ্যান হতে হবে ৷ আর তাই মাহির বাড়িতে গিয়ে লাঞ্চ খাওয়ার সৌভাগ্য হল ভারতের ব্র্যান্ডেড সুপার ফ্যান সুধীর গৌতমের ৷ Photo Courtesy – Sudhir Gautam/ Twitter Handle
কিন্তু কথা যখন লেডেন্ডের হচ্ছে, তখন ফ্যানটাও তো আর ‘আম’ হলে চলবে না ৷ সেটাও সুপার ফ্যান হতে হবে ৷ আর তাই মাহির বাড়িতে গিয়ে লাঞ্চ খাওয়ার সৌভাগ্য হল ভারতের ব্র্যান্ডেড সুপার ফ্যান সুধীর গৌতমের ৷ Photo Courtesy – Sudhir Gautam/ Twitter Handle
advertisement
3/5
পৃথিবীর যে প্রান্তেই ম্যাচ হোক দেশের জাতীয় পতাকা হাতে সুধীর গৌতমকে দেখা যাবে না এ যেন হতেই পারে না ৷ Photo Courtesy – Sudhir Gautam/ Twitter Handle
পৃথিবীর যে প্রান্তেই ম্যাচ হোক দেশের জাতীয় পতাকা হাতে সুধীর গৌতমকে দেখা যাবে না এ যেন হতেই পারে না ৷ Photo Courtesy – Sudhir Gautam/ Twitter Handle
advertisement
4/5
তাঁর এই পরিমাণ ক্রিকেটের প্রতি প্যাশন দেখেই সচিন তেন্ডুলকর একটা সময় তাঁকে নিয়মিত প্রতিটা ম্যাচের টিকিট দিতেন ৷ এবং যে ঘটনা সচিন ক্রিকেট ছেড়ে চলে যাওয়ার পরও একইভাবে রয়েছে ৷ কারণ ভারতীয় ড্রেসিংরুমের হেন ক্রিকেটার নেই যিনি সুধীরের বন্ধু  নন ৷ Photo Courtesy – Sudhir Gautam/ Twitter Handle
তাঁর এই পরিমাণ ক্রিকেটের প্রতি প্যাশন দেখেই সচিন তেন্ডুলকর একটা সময় তাঁকে নিয়মিত প্রতিটা ম্যাচের টিকিট দিতেন ৷ এবং যে ঘটনা সচিন ক্রিকেট ছেড়ে চলে যাওয়ার পরও একইভাবে রয়েছে ৷ কারণ ভারতীয় ড্রেসিংরুমের হেন ক্রিকেটার নেই যিনি সুধীরের বন্ধু নন ৷ Photo Courtesy – Sudhir Gautam/ Twitter Handle
advertisement
5/5
ঠিক এভাবেই একেবারে মহেন্দ্র সিং ধোনির বাড়িতে মধ্যাহ্নভোজে হাজির হয়েছিলেন সুধীর ৷ মাহি-ধোনির পাশে বসে খেতে খেতে সুধীরের নেওয়া সেলফি একেবারে সোশ্যাল মিডিয়ায় সুপারহিট ৷ Photo Courtesy – Sudhir Gautam/ Twitter Handle
ঠিক এভাবেই একেবারে মহেন্দ্র সিং ধোনির বাড়িতে মধ্যাহ্নভোজে হাজির হয়েছিলেন সুধীর ৷ মাহি-ধোনির পাশে বসে খেতে খেতে সুধীরের নেওয়া সেলফি একেবারে সোশ্যাল মিডিয়ায় সুপারহিট ৷ Photo Courtesy – Sudhir Gautam/ Twitter Handle
advertisement
advertisement
advertisement