মেজর জেনারেল পর্যায়ের বৈঠকে মিলল না সমাধান সূত্র, লাদাখে অনড় দু' দেশের সেনাই

Last Updated:
এ দিন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ গালওয়ানে সংঘর্ষের জন্য চিনকে দায়ী করে ভারতের তরফ জয়শঙ্কর কড়া বার্তা দিয়েছেন বলে ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে৷
1/6
লাদাখের গালওয়ানে চিন এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দু' তরফে মেজর জেনারেল স্তরে আলোচনা শুরু হয়েছিল৷ কিন্তু দীর্ঘ সময় ধরে সেই আলোচনার পরেও জট কাটেনি বলেই সূত্রের দাবি৷
লাদাখের গালওয়ানে চিন এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দু' তরফে মেজর জেনারেল স্তরে আলোচনা শুরু হয়েছিল৷ কিন্তু দীর্ঘ সময় ধরে সেই আলোচনার পরেও জট কাটেনি বলেই সূত্রের দাবি৷
advertisement
2/6
সংবাদসংস্থা এএনআই সূত্র উদ্ধৃত করে দাবি করেছে, 'এ দিন আলোচনা শেষ হলেও কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি৷ দুই তরফে সেনার অবস্থানেও কোনও পরিবর্তন হয়নি৷ এই মুহূর্তে বাহিনী সরিয়ে নেওয়ার মতো পদক্ষেপও কোনওপক্ষই করছে না৷ তবে আগামী দিনে আরও আলোচনা চলবে৷'
সংবাদসংস্থা এএনআই সূত্র উদ্ধৃত করে দাবি করেছে, 'এ দিন আলোচনা শেষ হলেও কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি৷ দুই তরফে সেনার অবস্থানেও কোনও পরিবর্তন হয়নি৷ এই মুহূর্তে বাহিনী সরিয়ে নেওয়ার মতো পদক্ষেপও কোনওপক্ষই করছে না৷ তবে আগামী দিনে আরও আলোচনা চলবে৷'
advertisement
3/6
এ দিন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ গালওয়ানে সংঘর্ষের জন্য চিনকে দায়ী করে ভারতের তরফ জয়শঙ্কর কড়া বার্তা দিয়েছেন বলে ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে৷ PHOTO- ANI
এ দিন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ গালওয়ানে সংঘর্ষের জন্য চিনকে দায়ী করে ভারতের তরফ জয়শঙ্কর কড়া বার্তা দিয়েছেন বলে ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে৷ PHOTO- ANI
advertisement
4/6
বিদেশমন্ত্রকের দাবি অনুযায়ী, ভারতের তরফে সংঘর্ষের ঘটনার জন্য চিনকেই দায়ী করা হয়৷ ভারতের তরফে বলা হয়, 'গালওয়ানের ঘটনা চিনের পূর্ব পরিকল্পিত পদক্ষেপ এবং তার জেরে যা যা হয়েছে, তার জন্যও চিনই দায়ী৷'Photo- File
বিদেশমন্ত্রকের দাবি অনুযায়ী, ভারতের তরফে সংঘর্ষের ঘটনার জন্য চিনকেই দায়ী করা হয়৷ ভারতের তরফে বলা হয়, 'গালওয়ানের ঘটনা চিনের পূর্ব পরিকল্পিত পদক্ষেপ এবং তার জেরে যা যা হয়েছে, তার জন্যও চিনই দায়ী৷'Photo- File
advertisement
5/6
বিদেশমন্ত্রকের তরফে অবশ্য দাবি করা হয়েছিল, গত ৬ জুন দুই দেশের সেনাবাহিনীর কম্যান্ডার স্তরের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল, তা মেনে চলতে রাজি হয়েছে দু' পক্ষই৷ এই আলোচনার পর আশা করা হয়েছিল, লাদাখে হয়তো উত্তেজনা কমতে চলেছে৷ প্রতীকী ছবি
বিদেশমন্ত্রকের তরফে অবশ্য দাবি করা হয়েছিল, গত ৬ জুন দুই দেশের সেনাবাহিনীর কম্যান্ডার স্তরের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল, তা মেনে চলতে রাজি হয়েছে দু' পক্ষই৷ এই আলোচনার পর আশা করা হয়েছিল, লাদাখে হয়তো উত্তেজনা কমতে চলেছে৷ প্রতীকী ছবি
advertisement
6/6
 তবে এ দিন মেজর জেনারেল আলোচনায় কোনও সমাধান সূত্র না বেরনোয় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ফের উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা থেকেই গেল৷
তবে এ দিন মেজর জেনারেল আলোচনায় কোনও সমাধান সূত্র না বেরনোয় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ফের উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা থেকেই গেল৷
advertisement
advertisement
advertisement