লাদাখেই নতুন সিয়াচেন? প্রাণঘাতী ঠান্ডায় সেনা মোতায়েনে প্রতিদিন খরচ ১০০ কোটি!

Last Updated:
অক্টোবরের তৃতীয় সপ্তাহ পড়তে না পড়তেই পূর্ব লাদাখের তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছে৷ যা চলবে এপ্রিল পর্যন্ত৷
1/10
সামরিক স্তরে সাত দফার আলোচনা হয়েছে৷ তার পরেও লাদাখে ভারত এবং চিনা সেনা আগের অবস্থানেই অনড়৷ গোটা গ্রীষ্মকালই দুই বাহিনী মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে থাকার পর এবার আগামী শীতেও লাদাখের প্রবল ঠান্ডাতেও তারা সংঘাতের অবস্থান থেকে সরে আসবে না বলেই মনে করা হচ্ছে৷ আর সেই মতোই শত্রুপক্ষের পাশাপাশি শীতের সঙ্গে মোকাবিলা করারও প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা৷ Information- Rajiv Kumar/Photo-PTI
সামরিক স্তরে সাত দফার আলোচনা হয়েছে৷ তার পরেও লাদাখে ভারত এবং চিনা সেনা আগের অবস্থানেই অনড়৷ গোটা গ্রীষ্মকালই দুই বাহিনী মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে থাকার পর এবার আগামী শীতেও লাদাখের প্রবল ঠান্ডাতেও তারা সংঘাতের অবস্থান থেকে সরে আসবে না বলেই মনে করা হচ্ছে৷ আর সেই মতোই শত্রুপক্ষের পাশাপাশি শীতের সঙ্গে মোকাবিলা করারও প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা৷ Information- Rajiv Kumar/Photo-PTI
advertisement
2/10
অক্টোবরের তৃতীয় সপ্তাহ পড়তে না পড়তেই পূর্ব লাদাখের তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছে৷  যা চলবে এপ্রিল পর্যন্ত৷ এই অঞ্চলেই প্রায় ৫০ হাজার ভারতীয় সেনা সমসংখ্যক চিনা সেনার বিরুদ্ধে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে৷ আর এই কারণেই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতিকে সিয়াচেনের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন অনেক বিশেষজ্ঞ৷
অক্টোবরের তৃতীয় সপ্তাহ পড়তে না পড়তেই পূর্ব লাদাখের তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছে৷ যা চলবে এপ্রিল পর্যন্ত৷ এই অঞ্চলেই প্রায় ৫০ হাজার ভারতীয় সেনা সমসংখ্যক চিনা সেনার বিরুদ্ধে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে৷ আর এই কারণেই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতিকে সিয়াচেনের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন অনেক বিশেষজ্ঞ৷
advertisement
3/10
পৃথিবীর অন্যতম প্রতিকূল স্থান হিসেবেই পরিচিত সিয়াচেন৷ সিয়াচেনের পরিস্থিতি কতটা প্রতিকূল, তা কয়েকটি তথ্যেই পরিষ্কার হয়ে যায়৷ বিশ্বের সবথেকে উচ্চতম, ঝুঁকিপূর্ণ এবং খরচসাপেক্ষ লড়াইয়ের ক্ষেত্র হিসেবে পরিচিত সিয়াচেন৷ ১৯৮৪ সাল থেকে সেখানে কর্তব্যরত প্রায় ১০০০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে৷ যার মধ্যে অধিকাংশই মারা গিয়েছেন প্রতিকূল পরিবেশ এবং আবহাওয়ার কারণে৷
পৃথিবীর অন্যতম প্রতিকূল স্থান হিসেবেই পরিচিত সিয়াচেন৷ সিয়াচেনের পরিস্থিতি কতটা প্রতিকূল, তা কয়েকটি তথ্যেই পরিষ্কার হয়ে যায়৷ বিশ্বের সবথেকে উচ্চতম, ঝুঁকিপূর্ণ এবং খরচসাপেক্ষ লড়াইয়ের ক্ষেত্র হিসেবে পরিচিত সিয়াচেন৷ ১৯৮৪ সাল থেকে সেখানে কর্তব্যরত প্রায় ১০০০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে৷ যার মধ্যে অধিকাংশই মারা গিয়েছেন প্রতিকূল পরিবেশ এবং আবহাওয়ার কারণে৷
advertisement
4/10
৭৬ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা সিয়াচেন হিমবাহে তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে৷ তুষারপাত, তুষারঝড় বা আচমকা বরফের মধ্যে চিড় ধরে তলিয়ে যাওয়ার মতো বিপদ যেকোনও মুহূর্তে ঘটতে পারে৷ তার উপর অক্সিজেনের ঘাটতি তো রয়েইছে৷ সিয়াচেনে তীব্র ঠান্ডায় বহু সেনা জওয়ানের শরীরের তাপমাত্রা কমে গিয়ে মৃত্যু হয়েছে৷
৭৬ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা সিয়াচেন হিমবাহে তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে৷ তুষারপাত, তুষারঝড় বা আচমকা বরফের মধ্যে চিড় ধরে তলিয়ে যাওয়ার মতো বিপদ যেকোনও মুহূর্তে ঘটতে পারে৷ তার উপর অক্সিজেনের ঘাটতি তো রয়েইছে৷ সিয়াচেনে তীব্র ঠান্ডায় বহু সেনা জওয়ানের শরীরের তাপমাত্রা কমে গিয়ে মৃত্যু হয়েছে৷
advertisement
5/10
২৪ হাজার ফুটে অবস্থিত সিয়াচেনে সেনাদের কাছে রসদ পৌঁছে দেওয়াই সবথেকে বড় চ্যালেঞ্জ৷ একটি হিসেব অনুযায়ী, সিয়াচেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শান্ত রাখতে ভারত প্রতিদিন ৬ কোটি এবং বছরে ২১৯০ কোটি টাকা খরচ করে৷
২৪ হাজার ফুটে অবস্থিত সিয়াচেনে সেনাদের কাছে রসদ পৌঁছে দেওয়াই সবথেকে বড় চ্যালেঞ্জ৷ একটি হিসেব অনুযায়ী, সিয়াচেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শান্ত রাখতে ভারত প্রতিদিন ৬ কোটি এবং বছরে ২১৯০ কোটি টাকা খরচ করে৷
advertisement
6/10
পূর্ব লাদাখের পরিস্থিতিও কমবেশি অনেকটা একইরকম৷ গত ১৫ জুন চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিমশীতল  গালওয়ান নদীর মধ্যে পড়েই প্রবল ঠান্ডায় প্রাণ হারান বেশ কয়েকজন ভারতীয় সেনা৷ সিয়াচেনের মতো না হলেও লাদাখের এই অংশে শীতকালে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়৷
পূর্ব লাদাখের পরিস্থিতিও কমবেশি অনেকটা একইরকম৷ গত ১৫ জুন চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিমশীতল গালওয়ান নদীর মধ্যে পড়েই প্রবল ঠান্ডায় প্রাণ হারান বেশ কয়েকজন ভারতীয় সেনা৷ সিয়াচেনের মতো না হলেও লাদাখের এই অংশে শীতকালে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়৷
advertisement
7/10
এই পরিবেশে সেনাদের আবহাওয়ার প্রতিকূলতা থেকে রক্ষা করতে পর্যাপ্ত সংখ্যক আক্টিক টেন্ট বা বিশেষ ধরনের তাঁবু কিনতে হবে ভারতকে৷ একই সঙ্গে প্রয়োজন পর্যাপ্ত সংখ্যক উপযুক্ত পোশাক৷
এই পরিবেশে সেনাদের আবহাওয়ার প্রতিকূলতা থেকে রক্ষা করতে পর্যাপ্ত সংখ্যক আক্টিক টেন্ট বা বিশেষ ধরনের তাঁবু কিনতে হবে ভারতকে৷ একই সঙ্গে প্রয়োজন পর্যাপ্ত সংখ্যক উপযুক্ত পোশাক৷
advertisement
8/10
এর পাশাপাশি গত কয়েক দশকের মধ্যে পূর্ব লাদাখেই সেনার কাছে পর্যাপ্ত পরিমাণে রসদ পৌঁছে দেওয়ার কাজই ভারতীয় সেনার কাছে কঠিন চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে৷ আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ব লাদাখে সংযোগকারী পথগুলির বিভিন্ন অংশ বরফে ঢাকা পড়ে যাবে৷ ফলে সেখান দিয়ে তখন যাতায়াতের উপায়ও থাকবে না৷
এর পাশাপাশি গত কয়েক দশকের মধ্যে পূর্ব লাদাখেই সেনার কাছে পর্যাপ্ত পরিমাণে রসদ পৌঁছে দেওয়ার কাজই ভারতীয় সেনার কাছে কঠিন চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে৷ আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ব লাদাখে সংযোগকারী পথগুলির বিভিন্ন অংশ বরফে ঢাকা পড়ে যাবে৷ ফলে সেখান দিয়ে তখন যাতায়াতের উপায়ও থাকবে না৷
advertisement
9/10
সেই কারণেই অত উচ্চতায় মোতায়েন করা সেনা জওয়ানদের জন্য পর্যাপ্ত পরিমাণে রেশন, পোর্টেবল কেরোসিন হিটার, জ্বালানি সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস জরুরি ভিত্তিতে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার৷ এর পাশাপাশি বরফে রাস্তা বন্ধ হওয়ার আগেই ট্যাঙ্ক, কামান সহ যাবতীয় সাজ সরঞ্জাম বাহিনীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হচ্ছে ভারতীয় সেনাকে৷
সেই কারণেই অত উচ্চতায় মোতায়েন করা সেনা জওয়ানদের জন্য পর্যাপ্ত পরিমাণে রেশন, পোর্টেবল কেরোসিন হিটার, জ্বালানি সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস জরুরি ভিত্তিতে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার৷ এর পাশাপাশি বরফে রাস্তা বন্ধ হওয়ার আগেই ট্যাঙ্ক, কামান সহ যাবতীয় সাজ সরঞ্জাম বাহিনীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হচ্ছে ভারতীয় সেনাকে৷
advertisement
10/10
সিয়াচেনের মতোই পূর্ব লাদাখেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রায় তিনশো কিলোমিটার  এলাকা জুড়ে৩০ হাজার সেনা জওয়ানকে মোতায়েন করে রাখার খরচও গগনচুম্বী৷ একটি হিসেব অনুযায়ী, এর জন্য দৈনিক ১০০ কোটি বা বছরে ৩৬,৫০০ কোটি টাকা খরচ করতে হবে ভারতকে৷
সিয়াচেনের মতোই পূর্ব লাদাখেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রায় তিনশো কিলোমিটার এলাকা জুড়ে৩০ হাজার সেনা জওয়ানকে মোতায়েন করে রাখার খরচও গগনচুম্বী৷ একটি হিসেব অনুযায়ী, এর জন্য দৈনিক ১০০ কোটি বা বছরে ৩৬,৫০০ কোটি টাকা খরচ করতে হবে ভারতকে৷
advertisement
advertisement
advertisement