সীমান্তে চিনকে ১ ইঞ্চিও ছাড় নয়! লাদাখে হাড় কাঁপানো ঠাণ্ডায়েও থাকবে সেনা, হল তারই প্রস্তুতি

Last Updated:
চিনকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনারা৷ কয়েক দিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে পড়বে হাড় কাঁপানো শীত। এমন পরিস্থিতিতে, ভারতীয় সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে৷ অন্যদিকে চিন চায় না যে শীতকালে তার সেনাদের সেখানে রাখা হোক।
1/9
•কিছু দিনের মধ্যেই, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অচলাবস্থা তৈরি হবে৷ কারণ শীত আসতে চলেছে। তবে এই শীতে চিনকে কোনও রকম সুযোগ দিতে নারাজ ভারত৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেখানে মজুত থাকবে সেনা৷
•কিছু দিনের মধ্যেই, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অচলাবস্থা তৈরি হবে৷ কারণ শীত আসতে চলেছে। তবে এই শীতে চিনকে কোনও রকম সুযোগ দিতে নারাজ ভারত৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেখানে মজুত থাকবে সেনা৷
advertisement
2/9
•বিভিন্ন সরবরাহকারীদের সঙ্গে কথা হয়েছে ভারতের, যাতে লাদাখের উচ্চতা সেনা চৌকিতে থাকতে কোনও সমস্যা না হয়। এই জন্য, প্রচন্ড শীতে ব্যবহৃত সরঞ্জাম এবং তাপ নিয়ন্ত্রক জিনিসের ওপর জোর দেওয়া হচ্ছে৷ এসব জিনিস -৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে লড়াই করতে সাহায্য করবে এবং ৪০ কিলোমিটার বেগে বওয়া হাওয়াকেও কাবু করতে পারবে।
•বিভিন্ন সরবরাহকারীদের সঙ্গে কথা হয়েছে ভারতের, যাতে লাদাখের উচ্চতা সেনা চৌকিতে থাকতে কোনও সমস্যা না হয়। এই জন্য, প্রচন্ড শীতে ব্যবহৃত সরঞ্জাম এবং তাপ নিয়ন্ত্রক জিনিসের ওপর জোর দেওয়া হচ্ছে৷ এসব জিনিস -৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে লড়াই করতে সাহায্য করবে এবং ৪০ কিলোমিটার বেগে বওয়া হাওয়াকেও কাবু করতে পারবে।
advertisement
3/9
•শীতের তাঁবু, ফাইবার- প্লাস্টিকের ইগলু এবং বিশেষ তুষার-বুটের জন্য বিপুলভাবে আবেদন করা হয়েছে যার প্রমাণ যে শীতেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় থাকবে বেশি সংখ্যায় সেনা৷ বিশেষজ্ঞরা মনে করেন পরিস্থিতি ঠিক না থাকলে এলএসিও সিয়াচেনের মতো হয়ে উঠবে। যেখানে দেশের সেনা উচ্চতায় থেকে সীমান্ত সুরক্ষায় করছে।
•শীতের তাঁবু, ফাইবার- প্লাস্টিকের ইগলু এবং বিশেষ তুষার-বুটের জন্য বিপুলভাবে আবেদন করা হয়েছে যার প্রমাণ যে শীতেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় থাকবে বেশি সংখ্যায় সেনা৷ বিশেষজ্ঞরা মনে করেন পরিস্থিতি ঠিক না থাকলে এলএসিও সিয়াচেনের মতো হয়ে উঠবে। যেখানে দেশের সেনা উচ্চতায় থেকে সীমান্ত সুরক্ষায় করছে।
advertisement
4/9
•ইনস্টিটিউট অফ ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসের(Institute of Defense and Strategic Analysis) গবেষক কর্নেল বিবেক চদ্দা বলেন, "ভারতীয় সেনাবাহিনী এবং চিনের সেনা দু’পক্ষই এলএসি-র কিছু অংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান দখলের চেষ্টা করতে পারে। এটি একটি বাস্তব সম্ভাবনা। '
•ইনস্টিটিউট অফ ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসের(Institute of Defense and Strategic Analysis) গবেষক কর্নেল বিবেক চদ্দা বলেন, "ভারতীয় সেনাবাহিনী এবং চিনের সেনা দু’পক্ষই এলএসি-র কিছু অংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান দখলের চেষ্টা করতে পারে। এটি একটি বাস্তব সম্ভাবনা। '
advertisement
5/9
•গত মাসে, ভারতীয় সেনারা ব্ল্যাক টপ দখল করেছিল। ৪হাজার মিটার উচ্চতায় অবস্থিত ব্ল্যাক টপ সামরিকভাবে খুবই উপকার করেছে ভারতীয় সেনাকে৷ লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ থেকে স্প্যাংগর লেকের আশেপাশে চিনা সেনাদের অবস্থানের ওপর নজর রাখতে পারবে সহজেই৷
•গত মাসে, ভারতীয় সেনারা ব্ল্যাক টপ দখল করেছিল। ৪হাজার মিটার উচ্চতায় অবস্থিত ব্ল্যাক টপ সামরিকভাবে খুবই উপকার করেছে ভারতীয় সেনাকে৷ লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ থেকে স্প্যাংগর লেকের আশেপাশে চিনা সেনাদের অবস্থানের ওপর নজর রাখতে পারবে সহজেই৷
advertisement
6/9
•উল্লেখ্য, ভারতীয়দের প্রতিশোধ নেওয়ার কারণে, প্যাংগংয়ের দক্ষিণে উত্তেজনা বেড়েছে। ৩০ থেকে ৩১ অগাস্ট ব্ল্যাক টপ দখলের অপারেশন চলাকালীন গুলি চলে। এরপরেই সেপ্টেম্বর চিনা সেনারা লাঠি এবং রড, মুগুর, বর্ষা, গুয়ানদাও নামক বাঁশের মাথায় রড লাগানো এক ধরনের ভয়ানক অস্ত্র নিয়ে ভারতীয় সেনাদের ওপর হামলা চালায়৷
•উল্লেখ্য, ভারতীয়দের প্রতিশোধ নেওয়ার কারণে, প্যাংগংয়ের দক্ষিণে উত্তেজনা বেড়েছে। ৩০ থেকে ৩১ অগাস্ট ব্ল্যাক টপ দখলের অপারেশন চলাকালীন গুলি চলে। এরপরেই সেপ্টেম্বর চিনা সেনারা লাঠি এবং রড, মুগুর, বর্ষা, গুয়ানদাও নামক বাঁশের মাথায় রড লাগানো এক ধরনের ভয়ানক অস্ত্র নিয়ে ভারতীয় সেনাদের ওপর হামলা চালায়৷
advertisement
7/9
•৪৫ বছর পর গুলি চলল ভারতীয় সীমান্তে সোমবার সন্ধেয় বিরাট চিনা বাহিনী রেচিং লা রিজলাইনের মুখপারি চুড়ো অঞ্চলে ভারতীয় বাহিনীর ওপর আক্রমণের চেষ্টা চালালো চিনাবাহিনী। তাদের সঙ্গে ছিল রড, মুগুর, বর্ষা, গুয়ানদাও নামক বাঁশের মাথায় রড লাগানো এক ধরনের ভয়ানক অস্ত্র। মনে করা হচ্ছে, গালওয়ানের মতোই বর্বর কোনও হামলার পরিকল্পনা ছিল চিনা বাহিনীর।
•৪৫ বছর পর গুলি চলল ভারতীয় সীমান্তে সোমবার সন্ধেয় বিরাট চিনা বাহিনী রেচিং লা রিজলাইনের মুখপারি চুড়ো অঞ্চলে ভারতীয় বাহিনীর ওপর আক্রমণের চেষ্টা চালালো চিনাবাহিনী। তাদের সঙ্গে ছিল রড, মুগুর, বর্ষা, গুয়ানদাও নামক বাঁশের মাথায় রড লাগানো এক ধরনের ভয়ানক অস্ত্র। মনে করা হচ্ছে, গালওয়ানের মতোই বর্বর কোনও হামলার পরিকল্পনা ছিল চিনা বাহিনীর।
advertisement
8/9
সোমবার সন্ধে ৬টা। লাদাখের প্যাংগং লেকের কাছে ভারতীয় পোস্ট সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় একে একে জমা হতে থাকে চিনা। বিনা প্ররোচনায় আরও একবার এভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অস্ত্রশস্ত্র সমেত সেনা মজুত করার বিষয়টির তীব্র বিরোধিতা করে ভারত। চিনা সেনাদের ফিরে যেতে বলা হয়।
সোমবার সন্ধে ৬টা। লাদাখের প্যাংগং লেকের কাছে ভারতীয় পোস্ট সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় একে একে জমা হতে থাকে চিনা। বিনা প্ররোচনায় আরও একবার এভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অস্ত্রশস্ত্র সমেত সেনা মজুত করার বিষয়টির তীব্র বিরোধিতা করে ভারত। চিনা সেনাদের ফিরে যেতে বলা হয়।
advertisement
9/9
•তবে, শীতকালে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন এড়াতে চাইছে চিন, এমন ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, 'শীতকালে এলএসিতে যেমন ঠান্ডা থাকে তাতে সেখানে মানুষের পক্ষে থাকা সম্ভব নয়। আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব কূটনৈতিক এবং সামরিক মাধ্যমে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনব যাতে আসন্ন শীতে সেখানে বেশি সংখ্যক সেনা মোতায়ন না করতে হয়।
•তবে, শীতকালে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন এড়াতে চাইছে চিন, এমন ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, 'শীতকালে এলএসিতে যেমন ঠান্ডা থাকে তাতে সেখানে মানুষের পক্ষে থাকা সম্ভব নয়। আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব কূটনৈতিক এবং সামরিক মাধ্যমে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনব যাতে আসন্ন শীতে সেখানে বেশি সংখ্যক সেনা মোতায়ন না করতে হয়।
advertisement
advertisement
advertisement