সীমান্তে চিনকে ১ ইঞ্চিও ছাড় নয়! লাদাখে হাড় কাঁপানো ঠাণ্ডায়েও থাকবে সেনা, হল তারই প্রস্তুতি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
চিনকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনারা৷ কয়েক দিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে পড়বে হাড় কাঁপানো শীত। এমন পরিস্থিতিতে, ভারতীয় সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে৷ অন্যদিকে চিন চায় না যে শীতকালে তার সেনাদের সেখানে রাখা হোক।
advertisement
•বিভিন্ন সরবরাহকারীদের সঙ্গে কথা হয়েছে ভারতের, যাতে লাদাখের উচ্চতা সেনা চৌকিতে থাকতে কোনও সমস্যা না হয়। এই জন্য, প্রচন্ড শীতে ব্যবহৃত সরঞ্জাম এবং তাপ নিয়ন্ত্রক জিনিসের ওপর জোর দেওয়া হচ্ছে৷ এসব জিনিস -৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে লড়াই করতে সাহায্য করবে এবং ৪০ কিলোমিটার বেগে বওয়া হাওয়াকেও কাবু করতে পারবে।
advertisement
advertisement
advertisement
advertisement
•উল্লেখ্য, ভারতীয়দের প্রতিশোধ নেওয়ার কারণে, প্যাংগংয়ের দক্ষিণে উত্তেজনা বেড়েছে। ৩০ থেকে ৩১ অগাস্ট ব্ল্যাক টপ দখলের অপারেশন চলাকালীন গুলি চলে। এরপরেই সেপ্টেম্বর চিনা সেনারা লাঠি এবং রড, মুগুর, বর্ষা, গুয়ানদাও নামক বাঁশের মাথায় রড লাগানো এক ধরনের ভয়ানক অস্ত্র নিয়ে ভারতীয় সেনাদের ওপর হামলা চালায়৷
advertisement
•৪৫ বছর পর গুলি চলল ভারতীয় সীমান্তে সোমবার সন্ধেয় বিরাট চিনা বাহিনী রেচিং লা রিজলাইনের মুখপারি চুড়ো অঞ্চলে ভারতীয় বাহিনীর ওপর আক্রমণের চেষ্টা চালালো চিনাবাহিনী। তাদের সঙ্গে ছিল রড, মুগুর, বর্ষা, গুয়ানদাও নামক বাঁশের মাথায় রড লাগানো এক ধরনের ভয়ানক অস্ত্র। মনে করা হচ্ছে, গালওয়ানের মতোই বর্বর কোনও হামলার পরিকল্পনা ছিল চিনা বাহিনীর।
advertisement
advertisement
•তবে, শীতকালে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন এড়াতে চাইছে চিন, এমন ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, 'শীতকালে এলএসিতে যেমন ঠান্ডা থাকে তাতে সেখানে মানুষের পক্ষে থাকা সম্ভব নয়। আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব কূটনৈতিক এবং সামরিক মাধ্যমে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনব যাতে আসন্ন শীতে সেখানে বেশি সংখ্যক সেনা মোতায়ন না করতে হয়।