Home » Photo » india-china » সীমান্তে চিনকে ১ ইঞ্চিও ছাড় নয়! লাদাখে হাড় কাঁপানো ঠাণ্ডায়েও থাকবে সেনা, হল তারই প্রস্তুতি

সীমান্তে চিনকে ১ ইঞ্চিও ছাড় নয়! লাদাখে হাড় কাঁপানো ঠাণ্ডায়েও থাকবে সেনা, হল তারই প্রস্তুতি

চিনকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনারা৷ কয়েক দিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে পড়বে হাড় কাঁপানো শীত। এমন পরিস্থিতিতে, ভারতীয় সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে৷ অন্যদিকে চিন চায় না যে শীতকালে তার সেনাদের সেখানে রাখা হোক।